তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: বাংলায় আগামীকাল মুক্তি পাবে তাঁর ছবি.. কিন্তু তিনি বসে রয়েছেন সুদূর আলাস্কায়। যে গল্পের সঙ্গে মিলে মিশে রয়েছে রবি ঠাকুর, সেই ছবিকে পর্দায় ফুটিয়ে তোলার গুরুদায়িত্ব তাঁর কাঁধে। শুধু কি তাই.. স্বর্ণযুগে যে ছবিগুলি দর্শকদের মনে চিরকালের জন্য জায়গায় করে নিয়েছে, তারমধ্যে অন্যতম হল এই ছবি। 'কাবুলিওয়ালা' (Kabuliwala)। সেই সিনেমাকেই ফের বড়পর্দায় ফিরিয়ে আনছেন সুমন ঘোষ (Suman Ghosh)। আর সেই ছবিতে যিনি 'কাবুলিওয়ালা', তিনি একসময় রাজত্ব করেছেন টলিউড থেকে শুরু করে বলিউডে। মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তাঁর কাছে প্রথম ছবির অফার আসা থেকে শুরু করে কাবুলিওয়ালাকে পর্দায় ফুটিয়ে তোলা... এবিপি লাইভকে (ABP Live) আলাস্কায় বসে জুম কলের ওপার থেকে, এর সন্ধেয় নিজের কাবুলিওয়ালার গল্প শোনালেন মিঠুন।


যে ছবি দেখার জন্য কার্যত অপেক্ষা করছে বাঙালি, সেই অফার নাকি প্রথমে ফিরিয়ে দিয়েছিলেন মিঠুন! কেন? অভিনেতা বলছেন, 'আমার কাছে প্রথম যখন সুমন কাবুলিওয়ালা হওয়ার অফার নিয়ে আসে, আমি ফিরিয়ে দিই। কারণ আমার মনে হয়েছিল, দুজন এমন অভিনেতা 'কাবুলিওয়ালা'-তে অভিনয় করছেন, তাঁরা চিরবন্দিত। আমার কিছু ভুল হয়ে গেলেই মুশকিল। সেইসব ভেবেই প্রথমে অফার ফিরিয়ে দিয়েছিলাম। তার কিছুদিন পরে সুমন আবার ফিরে এল, বলল, 'দাদা আপনাকে ছাড়া কাবুলিওয়ালা করব না।' তখন আমি বললাম, যদি করি, তাহলে এই 'কাবুলিওয়ালা' অন্যরকম হবে।' 


স্মৃতিতে ডুবে মিঠুন বলে চললেন,  'আমার এক বন্ধু ছিল, জামালুদ্দিন খান। ও ছিল আফগানি, পাঠান। ওই আমায় খাবার রান্না করা শিখিয়েছিল। আমায় এত ভালবাসত, যেখানেই শ্যুটিং করি না কেন, আমার জন্য একটা ছোট্ট কৌটোয় কখনও পাঁঠার মাংস, কখনও মুরগীর মাংস নিয়ে হাজির হয়ে যেত। আর দূর থেকে বসে বসে দেখত ওই কৌটোর খাবারটা আমি একা খাই কি না। অন্য কাউকে দিতে দিত না ও। আর সবসময় বলত, 'ম্যায় আল্লাহ সে দোয়া করতা হুঁ, মেরে মাটন কো তু নম্বর ওয়ান বানা দে' (আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার মিঠুনকে তুমি সেরা তৈরি করে দাও)। ও মিঠুন বলতে পারত না, মাটন বলত। আমি সবসময় প্রযোজকদের বলে রাখতাম, যদি ও আমার আগে চলে আসে, তাহলে ওকে ভাল জায়গায় বসাবেন। আমার খুব কাছের বন্ধু ও। সেই জামালের শ্বাসকষ্টের সমস্যা ছিল। ওর মতো করে কথা বলতে চেষ্টা করলাম। তারপরে অডিশন দিলাম পরিচালক আর প্রযোজকের কাছে। আমার সংলাপ বলার ধরন শুনে ওরা বলল, 'এই আমাদের কাবুলিওয়ালা'। এমনটাই চাই আমাদের।'


আরও পড়ুন: Dev Exclusive: প্রথম সারির অভিনেতারা যদি ভয় পেয়ে পালাই, বাংলা ছবি কোনওদিন দাঁড়াতে পারবে না: দেব


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।