কলকাতা: একটা সময় কান পাতলেই টলিউডে ফিসফাস শোনা যেত.. সম্পর্কে রয়েছেন নাকি অঙ্কুশ হাজরা (Ankush Hazra) আর নুসরত জাহান (Nusrat Jahan)। যদিও এই সম্পর্কের কথা কখনোই নিজ মুখে বলেননি নায়ক বা নায়িকা কেউই। সবসময়েই নিজেদের ভাল বন্ধু বলে এসেছেন তাঁরা। পুজোর ছবি, 'রক্তবীজ ২' (Roktobeej 2)-তে একই ছবিতে দেখা যাবে অঙ্কুশ আর নুসরত-কে। ছবিতে 'মুনির আলম'-এর চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে। আর আজই মুক্তি পেয়েছে নুসরতের একটি আইটেম সঙ। আর সোশ্যাল মিডিয়ায়, নাম না করেই নুসরতের পারফরম্যান্সের প্রশংসা করলেন অঙ্কুশ।
আজ মুক্তি পেয়েছে 'রক্তবীজ ২'-এর আইটেম সঙ 'অর্ডার ছাড়া বর্ডার'। এই গানে নাচ করে নজর কেড়েছেন নুসরত। ইতিমধ্যেই গানটি দেখে ফেলেছেন বহু মানুষ। আজ ইনস্টাগ্রামে নুসরত অভিনীত এই গানের লিঙ্ক শেয়ার করে নিয়েছেন অঙ্কুশ। প্রসঙ্গত, 'রক্তবীজ'-এর প্রথম ভাগে অঙ্কুশকে দেখা গিয়েছিল একটি আইটেম সঙ-এ। 'কেন গোবিন্দ দাঁত মাজে না'। আর সেই গান দেখে কেউ ভাবতেই পারেননি যে পরের ভাগে একটি মুখ্যচরিত্রে দেখা যেতে চলেছে অঙ্কুশকে। এবার 'মুনির আলম' অঙ্কুশ। তবে নুসরতকেও কি 'রক্তবীজ'-এর আগামী অধ্যায়ে নতুন রূপে দেখা যাবে? সেই উত্তর অবশ্য অজানা।
নুসরতের গানের লিঙ্ক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়ে অঙ্কুশ লিখেছেন, 'গোবিন্দ দাঁত মাজে না' আর 'ডাকাতিয়া বাঁশি'-র পরে নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় ফিরছেন আরও এখটা দুর্দান্ত আইটেম নম্বর নিয়ে। তৈরি হয়ে যান, এই পুজোয় 'বর্ডার ছাড়া অর্ডার' -এর তালে ছন্দ মেলাতে।' 'রক্তবীজ ২'-এ অঙ্কুশকে খলনায়কের ভূমিকায় দেখা যাবে। একেবারে অন্য লুকে, অন্য রূপে তাঁকে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শক। পুজোর ছবির তালিকায় অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে এই সিনেমা। শিবপ্রসাদ ও নন্দিতার তৃতীয় থ্রিলার।
সদ্য মুক্তি পেয়েছে 'রক্তবীজ ২' (Raktabeej 2)-এর টিজার। আর সেখানে নজর কাড়লেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee), সীমা বিশ্বাস (Seema Biswas), আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee), নুসরত জাহান (Nusrat Jahan), সুব্রত দত্ত (Subrata Dutta) আর অঙ্কুশ হাজরা (Ankush Hazra)