কলকাতা: জোরকদমে চলছিল প্রচার, কিন্তু হঠাৎ এমন কি হল যে পিছিয়ে দিতে হল তাঁর স্বপ্নের কাজের মুক্তির দিন? ৯ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল অঙ্কুশ হাজরার (Ankush Hazra)-র প্রযোজনার প্রথম ছবি 'মির্জা' (Mirza)-র। তবে হঠাৎই, রবিবার সন্ধেয় ঘোষণা করা হল, পিছিয়ে গিয়েছে এই ছবি মুক্তির দিন। অর্থাৎ মির্জা আর মুসকানের জুটি দেখার জন্য অনুরাগীদের অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন।
৯ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল 'মির্জা' ছবিটির। তবে এবার আর ৯ তারিখ নয়, আরও দুটো দিন পিছিয়ে ১১ তারিখ মুক্তি পাবে 'মির্জা' (Mirza)। সোশ্যাল মিডিয়ায় এই খবর পোস্ট করে নিয়েছেন অঙ্কুশ নিজেই। কিন্তু কেন? এর সঙ্গে কি যোগ রয়েছে বলিউডের দুটির ছবির মুক্তিরও। এই একই দিনে মুক্তি পাচ্ছে 'ময়দান' ও অজয় দেবগণের (Ajay Devgan)-এর 'বড়ে মিঞা ছোটে মিঞা'। জানা যাচ্ছে, ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। তবে ঈদের চাঁদ ভালভাবে দেখা যাবে না ৯ ও ১০ তারিখ। ১১ তারিখে স্পষ্ট দেখা যাওয়ার কথা ঈদের চাঁদের। আর সেই দিনকেই শুভ হিসেবে বিশ্বাস করে নিজের প্রযোজনার প্রথম ছবি মুক্তি দিতে চান অঙ্কুশ।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেলার। ছবির প্রচারে কোনও খামতি রাখছেন না অঙ্কুশ। বিভিন্ন দিকে ছুটে বেড়াচ্ছেন তাঁরা। কেবল শহরাঞ্চল নয়, বিভিন্ন জেলায় গিয়ে গিয়ে প্রচার করেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা দুজনেই। এই জুটি ব্যক্তিগত জীবনেও বেশ জনপ্রিয় দর্শকদের। পর্দাতেও তাঁদের রসায়ন বেশ পছন্দ দর্শকের। এই ছবিতে কেবল প্রেম নয়, নমনীয় নায়িকা নয়, রীতিমতো ভরপুর অ্যাকশন করতে দেখা যাবে ঐন্দ্রিলাকে। ছকভাঙা ভিলেনের চরিত্রে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)-কে নিয়ে অনুরাগীদেরও যথেষ্ট আশা রয়েছে।
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির একাধিক গান। সেখানে কখনও প্রেমের ছোঁয়া, কখনও আবার অ্যাকশন। মোট-কথা চর্চায় রয়েছে এই ছবি। আর সেই ছবিকে ঘিরে দর্শকদের প্রত্যাশাও রয়েছে যথেষ্ট। প্রযোজক অঙ্কুশ নায়ক হয়ে তা পূরণ করতে পারবেন কি না এখন সেটাই দেখার।
আরও পড়ুন: Rishabh and Urvashi: ২২ গজে ব্যাট হাতে ছন্দে ঋষভ, তাই খালি পায়ে ৪৬ কিলোমিটার হেঁটে ব্রতপালন ঊর্বশীর?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।