ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: ভোট-সন্ত্রাসে বিজেপি নেতা খুনের ঘটনায় ৩০ জন তৃণমূল নেতা, কর্মীকে তলব করেছিল সিবিআই। দাবি অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা বিকাশচন্দ্র বেজের। তিনি কাঁথি ৩ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও INTTUC-র কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি। তৃণমূল নেতার দাবি, লোকসভা ভোটের আগে ৩ বছরের পুরনো মামলায় তাঁদের ৩০ জন নেতা, কর্মীকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডেকে পাঠিয়েছে সিবিআই। প্রথম দফার নোটিসে ১৩ জন ও দ্বিতীয় নোটিসে ১৭ জনকে ডেকে পাঠানো হয় কলকাতার নিজাম প্যালেসে। দুটি নোটিসই পাঠানো হয়েছে গত মাসে। ২০২১-এর ৩০ মার্চ, কাঁথি ৩ নম্বর ব্লকে খুন হন বিজেপি নেতা জন্মেজয় দলুই। সেই মামলায় CBI তদন্তের দাবি জানায় নিহতের পরিবার। তৃণমূল নেতার দাবি, মামলায় চার্জশিট জমা দেওয়ার পরেও তাঁদের তলব করা হয়েছে। যাঁদের ডেকে পাঠানো হয়েছে, CBI-এর চার্জশিটে তাঁদের নাম নেই বলে দাবি করেছেন কাঁথির তৃণমূল নেতা।
বিশদ...
বিকাশচন্দ্রের অভিযোগ, ভোটের ঠিক আগে আজ থেকে তিন বছর আগেকার মামলায় তাঁদের ফের নোটিস করল সিবিআই। এই মামলায় সিবিআইয়ের তরফ থেকে এর মধ্যেই চার্জশিট করা হয়েছে বলে দাবি এই তৃণমূল নেতার। এতেই শেষ নয়। তাঁর দাবি, যে ছ'জনের নাম চার্জশিটে রয়েছে তাঁদের বাদ দিয়ে নতুন ৩০ জনকে ডেকে পাঠিয়েছে সিবিআই। এর মধ্যে রাজনৈতিক অভিসন্ধি দেখছেন তৃণমূল নেতা। বিকাশচন্দ্রের দাবি, এর মধ্যে কলকাঠি নাড়ছে বিজেপি। ভোটের বৈতরণী পার হতে এই কাজ করেছে তারা, এমনই দাবি INTTUC-র কাঁথি সাংগঠনিক জেলার সভাপতির।
অভিযুক্ত নেতার কথায়...
'মামলাটি শুরু হয়েছিল ২০২১ সালের ৩০ মার্চ। ওই একই মামলায় ফের কেস হল ডিসেম্বরে। ঘটনাটি হল, নির্বাচনের সময় এই ধরনের নোটিস ধরানো হয়, রাজনৈতিক বৈতরণী পার হওয়ার জন্য', বললেন বিকাশচন্দ্র বেজ। বিজেপির এই ষড়যন্ত্রের মোকাবিলা করা হবে, সে কথাও বললেন তিনি। তাঁর আরও সংযোজন, এই মামলায় ইতিমধ্যে যে চার্জশিট হয়েছে তাতে তাঁদের নাম নেই। হেনস্থা করার জন্য নতুন করে নোটিস পাঠানো হচ্ছে, অভিযোগ করলেন কাঁথি ৩ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। বিজেপি সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহারের অভিযোগ নতুন নয়। গত কালও পুরুলিয়ায় সভায় এই নিয়ে সুর চড়াতে শোনা যায় স্বয়ং তৃণমূলনেত্রীকে। তার পর এদিনের ঘটনা।
আরও পড়ুন:'আমি যদি ফটোগুলি খুলি তাহলে বুঝতে পারবেন', সৌমিত্র খাঁ-কে নিয়ে আক্রমণ মমতার