Ankush-Oindrila: প্রতিবার 'গিনিপিগ' হতে হয় অঙ্কুশকে? ঐন্দ্রিলার সঙ্গে ছবি পোস্ট করে অভিনেতা বললেন...

Social Media Post: বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন অঙ্কুশ হাজরা। সেখানে দেখা যাচ্ছে বিছানায় বসে অঙ্কুশ, পাশে দাঁড়িয়ে তাঁকে চামচে করে কিছু একটা খাইয়ে দিচ্ছেন ঐন্দ্রিলা।

Continues below advertisement

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra Social Media Post)। নিজের ছবির প্রচারমূলক পোস্টের পাশাপাশি ব্যক্তিগত মুহূর্তও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন পর্দার 'মির্জা' (Mirza)। আজ পোস্ট করে অঙ্কুশ বললেন তিনি নাকি বাড়ির 'গিনিপিগ' (Guinea Pig)! কেন বলুন তো?

Continues below advertisement

বাড়িতে প্রতিবারই 'গিনিপিগ' হন অঙ্কুশ! কেন?

বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন অঙ্কুশ হাজরা। সেখানে দেখা যাচ্ছে বিছানায় বসে অঙ্কুশ, পাশে দাঁড়িয়ে তাঁকে চামচে করে কিছু একটা খাইয়ে দিচ্ছেন ঐন্দ্রিলা। আদুরে এই ছবি পোস্ট করে মজার ক্যাপশন লিখেছেন অভিনেতা। অঙ্কুশ লেখেন, 'যখনই নতুন কোনও রান্না এক্সপেরিমেন্ট করা হয় তখন আমাকেই গিনিপিগ হতে হয়। তারপর আমাকে জিজ্ঞেস করা হয় 'কেমন লাগল?' আর তখন আমি আমার জীবনের সেরা অভিনয়টি প্রদর্শন করি। নাঃ! Jokes apart ইনি রান্নাটি অসাধারণ করেন।'

মজার ছবিতে ভাল করে নজর রাখলে দেখা যাবে অঙ্কুশের পাশে নতুন রান্না চেখে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় তাঁদের পোষ্যও। সেই ঝলক নজর এড়ায়নি অঙ্কুশ-ঐন্দ্রিলার বন্ধু অভিনেত্রী মিমি চক্রবর্তীরও। কমেন্ট করে তিনি লেখেন, 'বাবলাকে দেখ!' অভিনেতার পোস্টে ভালবাসায় ভরিয়েছেন অনুরাগীরাও। অনেকেই চান তাঁরা দ্রুত বিয়ে সেরে ফেলুন। অনেকে আবার পরিবারের চারপেয়ে সদস্যকেও ভরিয়েছেন ভালবাসায়। 

 

আরও পড়ুন: Goutam Halder on Social Media Troll: 'এই সমালোচনার ফলে আমার ও থিয়েটারের পরম প্রাপ্তি ঘটেছে বলে মনে করি', প্রতিক্রিয়া নাট্যকর্মী গৌতম হালদারের

অন্যদিকে কিছুদিন আগে গত ৯ অগাস্ট যে নৃশংস ঘটনা ঘটেছে তা নিয়েও একটি পোস্ট করেন তিনি। এই মাসের ৯ তারিখ, আরজি কর কাণ্ডের ১ মাস হওয়ার দিন এই মামলায় সুপ্রিম কোর্টের শুনানি ছিল। বিচার মেলেনি আরজি কর কাণ্ডের। এই আবহেই অঙ্কুশ হাজরা একটি পোস্ট করে লেখেন, 'আর ভালো লাগছে না। মানুষ হিসেবে জন্ম নিয়ে গর্ব বোধ করব না ঘৃণা বোধ বুঝতে পারছি না। মেয়েটির মা বাবা বলেছেন ওঁরা একটি মেয়ে হারিয়েছেন কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে পেয়েছেন। এই ভাবনাটি যেন ভেঙে চুরমার না হয়ে যায়।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Continues below advertisement
Sponsored Links by Taboola