কলকাতা: অবশেষে 'লাভ ম্যারেজ' করছেন অঙ্কুশ হাজরা আর ঐন্দ্রিলা সেন। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর দিলেন নায়ক! আর তাঁদের বিয়েতে আমন্ত্রিত থাকছেন অপরাজিতা আঢ্য, রঞ্জিত মল্লিক!
নতুন ছবির শ্যুটিং শুরু করলেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। ম্যাজিক-এর পরে ফের একবার পর্দা ভাগ করবেন এই রিয়েল লাইফ জুটি। আজ সোশ্যাল মিডিয়ায় নতুন ছবির মোশান পোস্টার পোস্ট করেন অঙ্কুশ হাজরা। তিনি লেখেন, 'শেষমেশ এবার বিয়েটা হচ্ছে।' এই পোস্টারে অপরাজিতা আঢ্য, রঞ্জিত মল্লিক ও অবশ্যই ঐন্দ্রিলা সেনকে। পোস্টারেই লেখা আছে, আজ থেকে শ্যুটিং শুরু হচ্ছে। ছবির পরিচালনা করছেন প্রেমেন্দু বিকাশ চাকি। সুরিন্দর ফিল্মের ব্যানারে মুক্তি পাচ্ছে এই ছবি। শ্যুটিং শুরু হয়েছে আজ থেকেই।
সম্প্রতি মুক্তি পেয়েছে অঙ্কুশের ছবি 'এফআইআর'। এই ছবিতে অঙ্কুশ ছাড়াও রয়েছেন ঋতাভরী চক্রবর্তী ও বনি সেনগুপ্ত। বড় পর্দায় নতুন ছবি মুক্তি পেয়েছে বলে খুশি গোটা টিম। অন্যদিকে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় 'অ্যান্টিডোট' ছবির জন্য জুটি বাঁধছেন অঙ্কুশ ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। "অ্যান্টিডোট" শব্দের বাংলা অর্থ 'প্রতিষেধক'। এই ছবির কনসেপ্ট ডিজাইন করেছেন অরিত্র সেন। পাশাপাশি এই ছবির প্রযোজক হিসাবে রয়েছেন রক্তিম চট্টোপাধ্যায়। ছবিতে এক অসহায় বাবার গল্প তুলে ধরা হয়েছে যে তার অসুখে আক্রান্ত ছেলের জন্য় প্রতিষেধক খুঁজতে ব্যস্ত। থ্রিলার ঘরানার এই ছবিতে উঠে আসতে চলেছে ছেলেকে বাঁচানোর তাগিদ, সঙ্গে পুলিশ, মাফিয়াদের জড়িয়ে নানান ধরণের প্লট ও সাব প্লট। পরিচালনার পাশাপাশি এই ছবিতে এই বিশেষ চরিত্রে অভিনয়ও করেছেন পরমব্রত।
রাজা চন্দের পরিচালনায় নতুন ছবির শ্যুটিং শুরু করেছেন সায়ন্তিকা ও অঙ্কুশ। ছবির নাম সেভিংস অ্যাকাউন্ট।
অন্যদিকে করোনা পরিস্থিতির জন্য পিছিয়ে গিয়েছে অঙ্কুশের বিয়ের পরিকল্পনা। টলিউডে অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেমের গল্প নতুন নয়। সম্পর্কের কথা স্বীকারও করেছেন তাঁরা। এখন তাঁরা কবে সাত পাকে বাঁধা পড়েন তার জন্যই উৎসুক অনুরাগীরা।