কলকাতা: কালো পোশাকে ডান্স ফ্লোরে অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। আর তাঁর হাত ধরে হাসি মুখে নাচ করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু ওরফে মিঠাই! সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখে সবার একটাই প্রশ্ন, ছোটপর্দায় পা রাখলেন অঙ্কুশ? নাকি বড়পর্দায় একবার অঙ্কুশের নায়িকা মিঠাই?                                                                                                   


আসল বিষয়টা একটু অন্যরকম। ৬ জানুয়ারিতে মুক্তি পাচ্ছে অঙ্কুশ হাজরার প্রথম ওয়েব সিরিজ 'শিকারপুর'। সেই সিরিজের প্রচারেই আগামীকাল অর্থাৎ ৫ জানুয়ারি 'মিঠাই' ধারাবাহিকে হাজির থাকবেন অঙ্কুশ। সঙ্গে থাকবেন সন্দীপ্তা সেন (Sandipta Sen)-ও। ধারাবাহিকের গল্পের সঙ্গে মিলিয়েই মিঠির পার্টিতে হাজির থাকবেন অঙ্কুশ। মিঠি ও ধারাবাহিকের অন্যদের সঙ্গে মা মিলিয়ে নাচ করতেও দেখা যাবে অঙ্কুশকে।                                                                                                                                               


আরও পড়ুন: Pathaan Trailer: এইদিন মুক্তি পাবে শাহরুখ-দীপিকার 'পাঠান'-এর ট্রেলার


নির্ঝর মিত্র পরিচালিত সিরিজের মুখ্যভূমিকায় থাকছেন অঙ্কুশ । প্রথমবার অঙ্কুশের বিপরীতে দেখা যাবে সন্দীপ্তা সেন (Sandipta Sen)-কে। শুধু অঙ্কুশ নয়, ওয়েব সিরিজের কাস্টিংয়ে রয়েছে আরও চমক । প্রথমবার অঙ্কুশের সঙ্গে পর্দা ভাগ করে নিচ্ছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। অঙ্কুশের এই সিরিজে হাতেখড়ি হলেও এর আগে একাধিক ওয়েব সিরিজে অভিনয় করে ফেলেছেন সন্দীপ্তা। এর মধ্যে অধিকাংশই এসভিএফের হয়ে। অঙ্কুশ, কৌশিক, সন্দীপ্তা ছাড়াও এই সিরিজে দেখা যাবে দেবাশিস মন্ডল (Debashish Mondal), দেবেশ রায়চৌধুরীকে (Debesh Roychowdhury) । এছাড়াও রয়েছেন, কোরক সামন্ত (Korok Shamantya), সায়ন ঘোষ (Shayan Ghosh) ।                                                                                                                       


সোশ্যাল মিডিয়ায় 'মিঠাই' ধারাবাহিকের সেট থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন অঙ্কুশ। সেই সঙ্গে দর্শকদেরও অনুরোধ জানিয়েছেন এই সিরিজ দেখার।