মুম্বই: ২০০৫ সালে মুক্তি পায় বলিউড ছবি 'কলিযুগ' (Kalyug)। বক্স অফিসে সফল হওয়া এই ছবির গল্প থেকে গান দারুণ জনপ্রিতা পায়। এই ছবি দিয়েই বলিউডে নায়ক হিসেবে আত্মপ্রকাশ হয় কুণাল খেমুর। মোহিত সুরির পরিচালিত এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যায় ইমরান হাসমি, দীপা শল, অমৃতা সিংহ, আশুতোষ রানা এবং আরও অনেককে। কুণাল খেমুর (Kunal Khemu) বিপরীতে এই ছবিতে অভিনয় করেন স্মাইলি সুরি (Smilie Suri)। দুই তারকার অনস্ক্রিন রসায়ন নজর কাড়ে। তার থেকেও বেশি দর্শকদের মন জিতে নেয় এই ছবির গান 'তুঝে দেখ দেখ সোনা'। রোম্যান্টিক এই গান আজও বাজতে শোনা যায় বিভিন্ন জায়গায়। বলিউডে এখনও চুটিয়ে অভিনয় করছেন কুণাল। কিন্তু কোথায় গেলেন স্মাইলি সুরি? এখন কেমন দেখতে হয়েছে তাঁকে?



স্মাইলি সুরিকে কেমন দেখতে হয়েছে এখন?


'কলিযুগ' ছবি দিয়ে বলিউড পা রাখেন স্মাইলি সুরি। তিনি একেবারেই বলিউডের বাইরের কেউ নন। বরং, তাঁর পরিবারের বহু সদস্যই বলিউডে কাজ করছেন। পরিচালক মোহিত সুরি তাঁর দাদা। এছাড়াও তাঁর পরিবারের লোকেরা হলেন মহেশ ভট্ট, মুকেশ ভট্ট, ইমরান হাসমি থেকে আলিয়া ভট্ট, পূজা ভট্টরা। ছবির জগতের পরিবার, প্রথম ছবির ব্যাপক সাফল্য়ের পরও বি টাউনে নিজের জায়গা সেভাবে করতে পারেননি স্মাইলি। 'কলিযুগ' মুক্তি পাওয়ার পর মাত্র একটি ছবিতে তিনি অভিনয় করেন। এছাড়া, আর কয়েকটি ছবিতে তাঁকে অতিথি শিল্পী হিসেবে দেখা গিয়েছে। জানা যায়, রুপোলি পর্দার জগত থেকে দূরে থাকেন তিনি। স্বামী, সংসার নিয়ে ব্যস্ত তিনি বর্তমানে। তবে, সোশ্যাল মিডিয়ায় তাঁকে দেখা যায়। নানা সময়ে নানা ছবিও পোস্ট করতে থাকেন। কিন্তু সেদিনের স্মাইলির সঙ্গে আর তাঁর চেহারায় অনেক পরিবর্তন এসেছে। কেন তিনি ছবির জগত থেকে সরে গেলেন, তা জানা যায় না।


আরও পড়ুন - Besharam Rang: ফের নতুন বিতর্ক! তাঁর গানের সুর চুরি করে তৈরি 'বেশরম রং'! দাবি পাক গায়কের



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">