কলকাতা: জীবনের নতুন সফরের প্রস্তুতি শুরু করলেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)? সোশ্যাল মিডিয়ায় নিজের শরীরচর্চার ছবি দিয়ে সেই ইঙ্গিতই করলেন অভিনেতা। কী সেই সফর?
সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন অঙ্কুশ। সেখানে লিখেছেন, 'অ্যাকশন মোড অন। ৪ মাসের ভীষণ কষ্টকর প্রস্তুতি ছিল আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জন্য।' অঙ্কুশ এই পোস্টটা ট্যাগ করেছেন অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স (Ankush Hazra Motion Pictures) ও সুমিত শাহিল (Sumit Sahil)-কে।
এই ছবিটি যুগ্মভাবে প্রযোজনা করা কথা ছিল নেক্সজেন ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড ও অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের। এই ছবির হাত ধরেই শুরু হওয়ার কথা ছিল প্রযোজক অঙ্কুশের যাত্রা। তবে কিছুদিন পরে, সোশ্য়াল মিডিয়ায় একটি অফিসিয়াল পোস্ট দিয়ে অঙ্কুশের সংস্থার তরফে জানানো হয়, কিছু মতপার্থক্যের জন্য একসঙ্গে কাজ করতে পারছে না অঙ্কুশের সংস্থা ও নেক্সজেন ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড। আর সেই কারণেই, আপাতত স্থগিত রাখতে হচ্ছে মির্জার কাজ।
কিন্তু অঙ্কুশের অভিযোগ, এরপর থেকে ইন্ডাস্ট্রিতে 'মির্জা' ছবিটি নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। এমনকি, ছবির শ্যুটিং হয়ে গিয়েছে বলেও নাকি ফোন গিয়েছে অনেক অভিনেতা অভিনেত্রীদের কাছে। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছিলেন অঙ্কুশ। তিনি লেখেন, 'আমার প্রিয় বন্ধুরা.. ইতিমধ্যেই 'মির্জা' ছবিটা নিয়ে অনেক রটনা হয়েছে। কিন্তু আমি বলতে চাই, এই ছবির সমস্ত স্বত্ত্ব আমাদের টিমের কেনা রয়েছে আর এই ছবি সংক্রান্ত ঘোষণা কেবলমাত্র আমরাই করতে পারব। এই গল্পের যাবতীয় স্বত্ব অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের নামে রেজিস্টার্ড করা রয়েছে। আমি আমার সমস্ত অনুরাগী, বন্ধুদের বলব যে যাবতীয় ভুয়ো খবরে কান না দিতে। কথা দেওয়া যায়.. আর সেই কথার খেলাপ করা যায় না।'
এই ছবি কবে আসবে, তা এখনও অফিসিয়াল জানানো হয়নি। তবে অঙ্কুশের পোস্ট থেকে আঁচ পাওয়া যাচ্ছে, জোরকদমে প্রস্তুতি চলছে 'মির্জা'-র। এই ছবি যে অ্যাকশনধর্মী হবে তা আগে থেকেই আঁচ পাওয়া গিয়েছিল। সেই ছবির জন্যই প্রস্তুতি নিচ্ছেন অঙ্কুশ। কবে এই ছবি আসবে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে অনুরাগীদের। সদ্য এমনই একটি শরীরচর্চার ছবি পোস্ট করে নতুন ছবির প্রস্তুতির ঘোষণা করেছিলেন দেব। আর এবার, তার পরে অঙ্কুশ নতুন ছবির ঘোষণা করলেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন