OMG 2 Controversy: মহাদেবকে স্নান করানো হচ্ছে রেলওয়ের জল দিয়ে! 'OMG 2'-কে রিভিউর নির্দেশ দিল সেন্সর বোর্ড

Akshay Kumar: টিজারের ঠিক কোন দৃশ্যে আপত্তি রয়েছে? ঝলকে মহাদেব শঙ্করের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে আর অন্যদিনে, মহাদেবের একনিষ্ঠ ভক্তের চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠিকে

Continues below advertisement

কলকাতা: 'আদিপুরুষ'-এর পরে ফের বিতর্কে অক্ষয় কুমারের (Akshay Kumar)-এর নতুন ছবি 'ওহ মাই গড ২' (OMG 2)! টিজার প্রকাশ্যে আসতেই ফের বিতর্ক উঠল এই ছবি নিয়ে। একটি বিশেষ দৃশ্যে আপত্তি জানিয়েছেন অনেকেই, আর এই দৃশ্যের জন্যই অক্ষয় কুমারের নতুন ছবিকে ফের রিভিউতে পাঠাল সেন্টর বোর্ড (Censor Board)। 

Continues below advertisement

টিজারের ঠিক কোন দৃশ্যে আপত্তি রয়েছে? ঝলকে মহাদেব শঙ্করের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে আর অন্যদিনে, মহাদেবের একনিষ্ঠ ভক্তের চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠিকে (Pankaj Tripathi)। আর টিজারে দেখা গিয়েছে মহাদেবের রুদ্রাভিষেকের একটি দৃশ্য। সেখানে দেখা যাচ্ছে, মন্দিরে গঙ্গাজল ঢালা হচ্ছে শিবলিঙ্গের মাথায়, অন্যদিকে, রেলওয়ের জলের বড় পাইপ দিয়ে ঠিক একই সময়ে জলে স্নাত হচ্ছেন ধ্যানরত অক্ষয় কুমার। যিনি মহাদেব শঙ্করের ভূমিকায় অভিনয় করেছেন, তাঁকে রেলওয়ের জল দিয়ে স্নান করানোতেই উঠেছে আপত্তি। 

তবে কি নিষিদ্ধ হয়ে যাবে এই ছবি? সেন্টর বোর্ডের তরফ থেকে বলা হয়েছে, 'সেন্সর বোর্ডের কোনও ছবিকে বাতিল করার ক্ষমতা নেই। সেন্সর বোর্ড কেবল ছবিটির একটি রিভিউ করার জন্য নোটিশ পাঠাতে পারে। যাতে বিশেষ কোনও দৃশ্যে আপত্তি থাকলে সেটা পরিবর্তন করা যায় ও ছবিটিকে আবার প্রেক্ষাগৃহে আনা যায়। 

সদ্য মুক্তি পাওয়া টিজারের গোটাটাই শোনা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠীর কণ্ঠে। শুরুতেই তাঁকে বলতে শোনা যায়, 'ঈশ্বর আছেন কি না, এর প্রমাণ মানুষ আস্তিক বা নাস্তিক হয়ে দিতে পারেন। কিন্তু ভগবান নিজের সৃষ্ট মানুষের মধ্যে কখনও ভেদাভেদ করেন না'। প্রসঙ্গত, 'ওহ মাই গড' ছবিতে দেখা মিলেছিল নাস্তিক কাঞ্জিলাল মেহতার। যে চরিত্রে অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল। সেই সূত্র টেনেই এবারের 'ওহ মাই গড ২' ছবিতে দেখা যাবে আস্তিক কান্তি শরণ মুদগলকে। এই চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। কান্তি শরণ মুদগল, যিনি মনে প্রাণে শিবের আরাধনা করেন। তাঁকে বিপদের সময়ে উদ্ধারে আসেন স্বয়ং শিব। অমিত রাই পরিচালিত এই ছবিতে অক্ষয় কুমারকে শিবের অবতার হিসেবে দেখা যাবে। অক্ষয়ের ডেডলকসে নতুন লুক ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। ছবিতে দেখা যাবে ইয়ামি গৌতমকেও। তাঁকে আইনজীবীর চরিত্রে দেখা যাবে।

আরও পড়ুন: Shah Rukh Khan: 'জওয়ান'-কে দেখেই 'পাঠান'-এর সংলাপ! শাহরুখে মুগ্ধ রণবীর, সিদ্ধান্তরা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

Continues below advertisement
Sponsored Links by Taboola