কলকাতা: সোমনাথ ভট্টাচার্য্যের নতুন ছবিতে উঠে আসবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন দুর্নীতির গল্প। আসছে নতুন ছবি 'ছোট্ট পিকলু'। এই ছবিতে খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), রাজেশ শর্মা (Rajesh Sharma), ভাস্কর বন্দ্যোপাধ্যায় (Bhaskar Banerjee), অ্যান মেরি টম (Annmary Tom), পার্থ সারথি চক্রবর্তী (Partha Sarathi Chakraborty), অর্পিতা ভট্টাচার্য (Arpita Bhattacharyya), তনবির খান (Tanvir Khan) ও অন্যান্যরা। 


এই সিনেমার মুখ্যভূমিকায় রয়েছে এক শিশুশিল্পী। নাম, শঙ্খদীপ বন্দ্যোপাধ্যায়। পিকলুর চরিত্রে দেখা যাবে তাঁকে। কেবল রাজনীতি নয়, এই ছবিতে তুলে ধরা হবে করোনা, লকডাউন ও তার পরবর্তী পরিস্থিতিতে মানুষের দৈন্য-দুর্দশার কথা। এই গল্পে তুলে ধরা হবে এক কিশোরের কথা, যার নাম পিকলু। লকডাউনে তার বাবার চাকরি চলে যায়। সেই চাকরি চলে যাওয়ার পরে পুরুলিয়ার একটি প্রত্যন্ত গ্রামে এসে বসবাস করতে শুরু করে পিকলুর পরিবার।


আর সেখানে কাজ করতে করতেই একটি ষড়যন্ত্রের শিকার হয় তারা। মিড ডে মিলের চালচুরি থেকে শুরু করে নানা রাজনৈতিক ঘটনা তুলে ধরা হবে এই ছবিতে। পরিচালক বলছেন, 'এই সিনেমা তৈরির উদ্দেশ্য, রাজনৈতিক অরাজকতাকে মানুষের সামনে তুলে ধরা নয়। কোনও রাজনৈতিক দলের সমর্থন বা বিরোধিতায় এই ছবি তৈরি করা হচ্ছে না। কেবলমাত্র বিভিন্ন ষড়যন্ত্র, রাজনৈতিক পরিস্থিতির কীভাবে শিকার হচ্ছে একটি ছোট্ট শিশু, সেই ঘটনাকেই তুলে ধরা হয়েছে এই ছবিতে। ছবির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আগামী ২২ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।


ছোটপর্দায় অ্যান মেরি টম খুবই পরিচিত মুখ। 'গ্রামের রানি বীনাপাণি' ধারাবাহিকের হাত ধরে তিনি পৌঁছে গিয়েছিলেন বাংলার ঘরে ঘরে। জনপ্রিয়ও হয়েছিলেন। এরপরেও একাধিক ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। এছাড়াও রাজেশ শর্মা ও খরাজ মুখোপাধ্যায়ও চরিত্রাভিনেতা হিসেবে বেশ জনপ্রিয় টলিউডে।


 






আরও পড়ুন: Sini Shetty: বিশ্বসুন্দরীর খেতাব হাতছাড়া কিন্তু একাধিক বিষয়ে পারদর্শী তিনি, কে এই শিনি শেট্টি?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।