মুম্বই: বি টাউনে পা রাখার পর থেকেই দর্শকেরা মুগ্ধ ছিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) সৌন্দর্যে। পাশাপাশি দর্শকদের মুগ্ধ করে তাঁর অভিনয়ও। প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাইকে বর্তমানে খুব বেশি ছবিতে দেখা যায় না। ছবিতে অভিনয়ের সঙ্গে সঙ্গে তিনি সংসারটাও করছেন চুটিয়ে। অভিষেক বচ্চন থেকে কন্যা আরাধ্যার সঙ্গে নানা সময়ই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এই মহিলার ছবি। যাঁকে দেখতে হুবহু ঐশ্বর্য রাই বচ্চনের মতো। ছবি দেখে চোখ কপালে উঠছে নেটিজেনদের। ঐশ্বর্য রাইয়ের মতো দেখতে হওয়ায় নেট দুনিয়া মাতাচ্ছেন তিনি।


ঐশ্বর্য রাইয়ের 'হামসকল'-


সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে আশিতা সিংহ (Aashita Singh) নামে এক মহিলার ছবি। গত বছর অগাস্টে প্রথমবার তাঁর ছবি নেট দুনিয়ায় পোস্ট হয়। সেই সময় ততটাও নজর কাড়েননি। কিন্তু সম্প্রতি ফের তাঁর ছবি ছড়িয়ে পড়ায় চোখ কপালে উঠেছে নেটিজেনদের। আশিতা সিংহ নামে ওই মহিলা যেন হুবহু ঐশ্বর্য রাই বচ্চনের জেরক্স কপি। সোশ্যাল মিডিয়াতে তিনি নিজেও খুবই সক্রিয় থাকেন। নানা সময় তাঁকে নানা বলিউড গানে লিপ সিঙ্কিং করতে দেখা যায়। আশিতার ছবি ভিডিও পোস্ট হওয়ার পর থেকেই তাতে কমেন্টের বন্যা বইছে। নেটিজেনরা তাঁকে 'ঐশ্বর্য রাইয়ের মতো দেখতে' বলে কমেন্ট করছেন।




আরও পড়ুন - Top Entertainment News Today: টলিউড থেকে বলিউড, একনজরে আজকের সেরা বিনোদনের খবর


অন্যদিকে, আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে ঐশ্বর্য রাই বচ্চনের ছবি 'পোনিয়িন সেলভান'। হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড় ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পিরিওডিক ড্রামা 'পোনিয়িন সেলভান-১'। ছবির গল্প দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের একটি উত্তাল সময়ের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে যখন শাসক পরিবারের বিভিন্ন শাখার মধ্যে ক্ষমতার লড়াইয়ের ফলে সম্রাটের সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে হিংসাত্মক ফাটল দেখা দেয়। বিক্রম, জয়ম রবি, কার্তি, ঐশ্বর্যা রাই বচ্চন এবং তৃষার লুক প্রকাশিত হবে ধীরে ধীরে। 'পোনিয়িন সেলভান-১' ছবিতে দ্বিতীয়বার একত্রে দেখা যাবে ঐশ্বর্যা রাই বচ্চন ও দক্ষিণী অভিনেতা বিক্রমকে, ২০১০ সালে 'রাবণ' ছবির পর। মণি রত্নমের সঙ্গে ঐশ্বর্যার সঙ্গে চতুর্থ ছবি। এর আগে ১৯৯৭ সালে 'ইরুভর', ২০০৭ সালে 'গুরু', ২০১০ সালে 'রাবণ'-তে কাজ করেছেন তাঁরা একসঙ্গে। ছবিটির শ্যুটিং শুরু হয় ২০১৯ সালের ডিসেম্বরে। কিন্তু করোনা মহামারীর কারণে ২০২০ সালে শ্যুটিং নয় মাসের জন্য বন্ধ রাখতে হয়েছিল।