Antardhaan release: ১০ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাবে পরমব্রত-তনুশ্রীর ‘অন্তর্ধান’

পোস্টার জুড়ে পরমব্রত চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তী। দুজনের মুখেই ভয় ও বিস্ময়। মুক্তি পেল পরিচালক অরিন্দম ভট্টাচার্যের ‘অন্তর্ধান’ ছবির পোস্টার। আগামীকাল অর্থাৎ সোমবার মুক্তি পাবে ছবির ট্রেলার।

Continues below advertisement

কলকাতা: পোস্টার জুড়ে পরমব্রত চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তী। দুজনের মুখেই ভয় ও বিস্ময়। মুক্তি পেল পরিচালক অরিন্দম ভট্টাচার্যের ‘অন্তর্ধান’ ছবির পোস্টার। আগামীকাল অর্থাৎ সোমবার মুক্তি পাবে ছবির ট্রেলার।

Continues below advertisement

ছবির গল্প আবর্তিত হয়েছে একটি 'অন্তর্ধান'-কে ঘিরে। হিমাচলের বুকে একটি ছোট্ট শহর কসৌলি থেকে হারিয়ে যায় পরমব্রত আর তনুশ্রীর মেয়ে। ছবিতে এই দুই তারকা ছাড়াও অভিনয় করেছেন  মমতা শংকর, রজতাভ দত্ত, নীল সুজন মুখোপাধ্যায়, হর্ষ ছায়া ও অন্যান্যরা। ছবিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন রজতাভ দত্ত। পাহাড়ের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে যেমন রহস্য থাকবে, তেমনই দেখা যাবে চোখ জুড়নো প্রকৃতিকেও। ১০ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাবে ‘অন্তর্ধান’।

করোনা পরিস্থিতির পর সিনেমাহল খোলার পরেই একের পর এক নতুন ছবি মুক্তি পাচ্ছে। পুজোর সময় মুক্তি পেয়েছে 'গোলন্দাজ', ষড়রিপু, এফআইআর-এর মত একাধিক নতুন ছবি। ৫০ শতাংশ দর্শক নিয়ে হল খুলেছে। কিছুটা ঝুঁকি নিয়েই ছবির মুক্তির কথা ঘোষমা করছেন প্রযোজক পরিচালকেরা। যদিও সাফল্যের মুখ দেখেছে একাধিক ছবি। এর মধ্যে অন্যতম 'গোলন্দাজ'। দেব প্রযোজিত অপর ছবি 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী' মুক্তি পেয়েছে টেলিভিশনের পর্দায়।

অন্যদিকে নিজের একাধিক কাজ নিয়ে ব্যস্ত পরমব্রত। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'বনি'। সুরিন্দর ফিল্মস প্রযোজিত নতুন এই ছবির মুখ্য ভূমিকা রয়েছেন কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁরা ছাড়াও এই ছবিতে দেখা গিয়েছে কাঞ্চন মল্লিক, জাকারি কফিন ও অন্জন দত্তকে। 

গল্পের তিনটি অংশ। প্রথম অংশের গল্প মিলানে বসবাসকারী এর বাঙালি দম্পতিকে নিয়ে। তাঁদের সদ্যজাত ছেলের মধ্যে বিশেষ এক শক্তি অনুভব করে তাঁরা। বড় হয়ে এই শিশু বিশেষ ক্ষমতা বহন করবে এই আশঙ্কা হয় দম্পতির। কি করে সদ্যোজাত ছেলেকে রক্ষা করবে তারা? গল্পের মোড়ে রয়েছে উত্তর। 

গল্পের আরও একটি অংশ বলে আমেরিকায় জন্ম নেওয়া এক বাঙালি বিজ্ঞানীর। হঠাৎ করেই সরকারের চোখে জঙ্গি হয়ে ওঠে সে। পালাতে পালাতে ইতালিতে এসে পৌঁছয় ওই বিজ্ঞানী। আর সেখানেই তার দেখা হয় যায় ওই দম্পতির সঙ্গে। তাদের সদ্যোজাতকে দেখে বিজ্ঞানীর মনে হয়, তার কাজ শুরু হল।

গল্পের তৃতীয় অংশ এক সাদামাটা চাকুরীজীবীর। চোরাবাজার থেকে সে একটি অকেজো রোবট কেনে। কিন্তু সেটিকে বাড়ি নিয়ে আসার পরেই আমূল বদলে যায় তাঁর জীবন। তারপর? কীভাবে এই ৪ জনের জীবনের ওঠাপড়া মিলে যায়, সেই গল্পই বলেছে 'বনি'

Continues below advertisement
Sponsored Links by Taboola