ছবি: বিয়ে করেছেন জ্যাসলিনকে? চমকে দেওয়া জবাব অনুপ জলোটার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 May 2020 12:48 PM (IST)
1
বিগ বসের সময় থেকেই জ্যাসলিন ম্যাথারুর সঙ্গে সঙ্গীতশিল্পী অনুপ জলোটার সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে।
2
এবার প্রকাশ্যে এল জ্যাসলিনের এই ছবি। এর থেকেই গুঞ্জন শুরু, তবে বিয়েই করে ফেললেন অনুপ-জ্যাসলিন?
3
দুজনে বিগ বসে অংশ নিয়েছিলেন কাপল হিসেবে।
4
অনুপকে জ্যাসলিন প্রসঙ্গে সম্প্রতি জিগ্যেস করা হলে, তিনি বলেন, বিয়ের প্রশ্নই নেই। জ্যাসলিন তাঁর শিষ্যা ও কন্যাসমা। তাঁকে বিয়ে করবেন কী! উলটে তাঁর জন্য পাত্র দেখছেন অনুপ।
5
জ্যাসলিনের বিয়েতে কন্যাদানও করবেন! এমনটাই ইচ্ছে নাকি অনুপ জলোটার।
6
অনুপ বলেছেন, কানাডাবাসী এক পঞ্জাবী পাত্রের সঙ্গে সম্বন্ধ চলছে জ্যাসলিনের।
7
তাঁদের সম্পর্ক শুধুই গুরু-শিষ্যার!