নয়াদিল্লি: কিংবদন্তি অভিনেতা অনুপম খের (Anupam Kher) ছাত্রীকে ভরালেন প্রশংসায়, প্রকাশ করলেন গর্ব। কে তাঁর ছাত্রী? বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অন্যতম প্রেজেন্টার (Oscars 2023 Presenter)। ১২ মার্চ, মঞ্চে একমাত্র ভারতীয় হিসেবে তাঁকে দেখা যাবে। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করে কী লিখলেন অনুপম খের?


ছাত্রী দীপিকার প্রশংসায় অনুপম


অভিনেতা অনুপম খের দীপিকাকে ধন্যবাদ জানিয়েছেন মডেলিংয়ে সফর কেরিয়ারের পর তাঁর অ্যাক্টিং স্কুল 'অ্যাক্টর প্রিপেয়ার্স'-এ (Actor Prepares) অংশ নেওয়ার জন্য। একটি পুরনো ছবি পোস্ট করেন অনুপম। ইনস্টিটিউটে পড়ার সময়ে তোলা দীপিকার একটি ছবি সেটি। ক্যাপশনে অভিনেতা লেখেন, 'প্রিয় দীপিকা পাড়ুকোন! এই বছরের অস্কার অনুষ্ঠানে উপস্থাপকদের অন্যতম হওয়ার জন্য অভিনন্দন! সাফল্যে সিঁড়ি বেয়ে যতবার তুমি একধাপ করে ওপরে ওঠো, আমরা অ্যাক্টর প্রিপেয়ার্সের প্রত্যেকে তোমার সেই সফরের অংশ হিসেবে গর্বিত বোধ করি।'


এরপর অভিনেতা সেখানে লেখেন, 'তোমার শিক্ষক হিসেবে ব্যক্তিগতভাবে বলছি, আমি সবসময় জানতাম আকাশ ঊর্ধ্বসীমা নয়। তুমি সেটা পেরিয়ে যাবে!! ভালবাসা ও আশীর্বাদ সবসময়! 'পাঠান'-এর জন্যও অভিনন্দন! জয় হো!'


 






২০২৩ সালের অস্কারে উপস্থাপক হিসেবে রিজ আহমেদ, এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোজ, জেনিফার কোনলি, আরিয়ানা ডিবোস, স্যামুয়েল এল. জ্যাকসন, ড্যোয়েন জনসন, মাইকেল বি. জর্ডন, ট্রয় কোটসুর, জোনাথান মেজর্স, মেলিসা ম্যাককার্থি, জ্যানেল মোনে, কোয়েস্টলভ, জো সালডানা, ডনি ইয়েনের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। 


প্রসঙ্গত, দেশের বাইরে খ্যাতি এর আগেও পেয়েছেন দীপিকা। গত বছর 'কানস ফিল্ম ফেস্টিভ্যাল'-এ জুরি মেম্বারদের মধ্যে অন্যতম ছিলেন দীপিকা। এই বছর তাঁর মুকুটে জুড়ল অস্কারের পালক। 


আরও পড়ুন: Chanchal Chowdhury and Nachiketa Chakraborty: চঞ্চল-নচিকেতা যুগলবন্দি, 'সাদা সাদা কালা কালা' গানে গলা মেলালেন দুই তারকা


কাজের ক্ষেত্রে ২০২৩ শুরু হয়েছে দীপিকার ব্লকবাস্টার হিট দিয়ে। জানুয়ারি মাসেই মুক্তি পেয়েছে 'পাঠান'। দুর্দান্ত সাফল্য এখনও লাভ করে চলেছে সেই ছবি। এরপর তাঁকে হৃত্বিক রোশনের সঙ্গে 'ফাইটার' ছবিতে দেখা যাবে। এছাড়া প্রভাসের সঙ্গে রয়েছে 'প্রজেক্ট কে'।