মুম্বই: 'সিঁড়ি পাওয়ার জন্য তাঁদের শুভেচ্ছা যারা ছাদ পর্যন্ত যেতে চায়, আমার লক্ষ্য তো আকাশ পর্যন্ত, আর তাই আমার রাস্তা আমায় নিজেকেই বানাতে হবে।' সোশ্যাল মিডিয়ায় সাদা কালো হরফে এই কথা লিখলেন বলিউড অভিনেতা অনুপম খের। তাঁর পোস্টে রইল উৎসাহের ছোঁয়া। হামেশাই সোশ্যাল মিডিয়ায় এমন ছোট ছোট প্রেরণামূলক লেখা ভাগ করে নেন বলি অভিনেতা।
সদ্য গিয়েছে ছেলে সিকন্দর খেরের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অনুপম খের। ভাগ করে নিলেন পুরনো একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, হাসিমুখে বসে রয়েছেন অনুপম খের ও স্ত্রী কিরণ খের। তাঁদের মধ্যে দাঁড়িয়ে কিশোর সিকন্দর। অনুপম লিখছেন, 'শুভ জন্মদিন প্রিয় সিকন্দর। ভগবান তোমাকে সাফল্য, শান্তি, আনন্দ ও সুস্থ, সুন্দর জীবন দিক। ভাগ্যিস আমাদের মধ্যে চিরাচরিত বাবা-ছেলের মতো সম্পর্কের সমীকরণ নয়। এতে আমি খুশি। একজন মানুষ হিসাবে তোমার সঙ্গে বেড়ে ওঠা সবসময় সুখের। আমি এটা সবসময় সবার সামনে হয়ত স্বীকার করি না, কিন্তু আমি তোমার থেকে অনেক কিছু শিখেছি। একজন অভিনেতা হিসাবে তোমার পছন্দ আমায় সবসময় গর্বিত করে। কিন্তু বিয়ে কবে করছো? এই প্রশ্নটা কিন্তু দুলারির (অনুপম খেরের মা) থেকে। তোমায় ভালোবাসি।'
এই পোস্টের উত্তরে সিকন্দর লেখেন, 'অনেক ধন্যবাদ বাবা। তোমায় ভালোবাসি। তুমি আমার জীবনে সবসময় একজন সেরা বাবা ও একজন সেরা বন্ধুর ভূমিকা পালন করেছো। আর জীবনে যে সময় আমার তোমায় সবচেয়ে বেশি প্রয়োজন হয়েছে, তুমি সবসময় সেখানে থেকেছো।'
কেবল এই ছোট ছোট ঘটনা নয়, সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেতা। তাঁর বাড়িতে মায়ের সঙ্গে খুনসুটি থেকে শুরু করে সমাজ সংক্রান্ত বিভিন্ন বার্তা তিনি ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। স্ত্রী কিরণ খের ক্যানসারে আক্রান্ত এই কথা সোশ্যাল মিডিয়ায় প্রথম জানিয়েছিলেন অনুপমই। তবে এরপর অভিনেত্রীর শরীর স্বাস্থ্যের খবর নিয়মিত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা। জীবনে যতটা ঝড় আসুক, অনুপম খেরের সোশ্যাল মিডিয়ায় সবসময়েই মন ভালো করা লেখাই থাকে।