মুম্বই: কিছুদিন আগেই করোনা আক্রান্ত হন অনুপম খেরের মা দুলারি। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। প্রথম থেকেই চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন তিনি, জানা গিয়েছিল হাসপাতাল সূত্রে। এখন তিনি অনেকটাই ভাল আছেন। সমস্তরকম মেডিক্যাল প্যারামিটার অনুসারে এখন সুস্থই আছেন দুলারি, জানালেন অনুপম নিজে।

সোশ্যাল মিডিয়ায় এসে অনুপম জানালেন, "খুশির খবর। মাকে কোকিলাবেনের চিকিৎসকরা সুস্থ ঘোষণা করেছেন।  উনি এখন বাড়িতেই কোয়ারেন্টিন থাকবেন।"

সেই সঙ্গে অনুপম সব শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান। সকলের ভালবাসা ও প্রার্থনায় সুস্থ হয়ে উঠেছেন মা, বলেন তিনি। ভালবাসা মানুষের ক্ষতে প্রলেপ দেয়, করোনা আক্রান্তদের পরিবারের প্রতি দয়ালু হোন। অনুরোধ খেরের।



পরিশেষে অনুপম বলেন, করোনা রোগীদের থেকে মানসিক দূরত্ব সৃষ্টি  করবেন না। ঈশ্বর দয়াময়। ডাক্তার ও বৃহন মুম্বই পুরসভার করোনাযোদ্ধারা আসল 'হিরো'।

সেই সঙ্গে তিনি জানান, তাঁর ভাই, ভ্রাতৃবধূ, ভাইঝি, সকলেই ভাল আছেন। প্রার্থনা করেন, সব করোনা রোগী ও তাঁর পরিবারের জন্য।