মুম্বই: ভোটের আগে রাজনীতির রঙ বি-টাউনেও। বিজেপি সরকারকে ভোট না দেওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন ৬০০-র বেশি থিয়েটার ও চলচ্চিত্র জগতের কলাকুশলীরা। আর এবার সেই আর্জিকে টুইটারে কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বিজেপি সমর্থক অভিনেতা অনুপম খের।

কিছু কলাকুশলীদের "আনুষ্ঠানিকভাবে" সরকারে বিরোধিতাকে  কটাক্ষ করে একটি টুইট করেন অনুপম খের। কিন্তু এই বিষয়টিকে একেবারেই ভালো চোখে দেখেন নি নেটিজেনদের একাংশ। স্বরা ভাস্বর, সোনি রাজদানরা অনুপমকে টুইটারে জবাব দিয়ে মনে করিয়ে দেন ‘গণতন্ত্র’-র কথা।

অনুপম খের  লিখেছেন,  আমার পরিচিত কিছু মানুষ বর্তমান সরকারকে ভোট না দেওয়ার জন্য জনগনকে আবেদন করে চিঠি লিখছেন। অন্যভাবে বললে, তারা সরকারের বিরোধী দলের হয়ে প্রচার করছেন। এটা ভালো যে এতে কোনো ভড়ং নেই।




এই টুইটের উত্তরে স্বরা কটাক্ষ করে লেখেন, এটাই তো গণতন্ত্র।

উত্তরে অনুপম লেখেন, অবশ্যই, তবে যতক্ষণ পর্যন্ত অন্যরা তা ব্যাবহার করলে অসহিষ্ণুতার সঙ্গে গুলিয়ে ফেলা না হয়।




এই বিতর্কে যোগ দেন সোনি রাজদান। তিনি লেখেন, অনুপম খের বর্তমান সরকারকে সমর্থন করতে পারেন। তাহলে অন্যরা নিজেদের পছন্দ বেছে নিলে তাতে খারাপ দেখার কি আছে!

উত্তরে অনুপম লেখেন, তিনি কেবল পর্যবেক্ষণ করেছেন , অভিযোগ করেন নি।




প্রসঙ্গত, অমল পালেকর, নাসিরুদ্দিন শাহ, কঙ্কণা সেনশর্মা সহ অন্যান্য বেশ কিছু কলাকুশলী সংবিধানের রক্ষা ও ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে বিজেপিকে ভোট না দেওয়ার জন্য যৌথভাবে আর্জি জানান।তাদের এই সরকার বিরোধী  আর্জিকে সমর্থন জানিয়েছেন আরও কলাকুশলীরা। যেমন,  ‘ফুকরে’ তারকা রিচা চড্ডা লিখেছেন, কলাকুশলীরা যেমন রাজনীতির বাইরে থেকেই সরকারের বিরোধীতা করছেন তা প্রশংসার যোগ্য।

২০১৯ সালের লোকসভা ভোট শুরু হবে এপ্রিল মাসে। ৭ দফায় লোকসভা ভোট শেষ হবে ১৯ মে।