রাবাডার পাশাপাশি ক্রিস মরিসও ভাল বোলিং করেন। তিনি জোড়া উইকেট নেন। রান তাড়া করতে নেমে ভাল পারফরম্যান্স দেখান দিল্লির অধিনায়ক শ্রেয়াস আয়ার (৬৭)। দেখুন, কাগিসো রাবাডার এই স্পেলেই ভেঙে পড়ল আরসিবি-র ব্যাটিং লাইনআপ
Web Desk, ABP Ananda | 08 Apr 2019 09:27 AM (IST)
১৮-তম ওভারে তিনটি উইকেট নেন রাবাডা। সেই ওভারেই দিল্লির জয়ের রাস্তা পরিষ্কার হয়ে যায়।
বেঙ্গালুরু: অধিনায়ক বিরাট কোহলির ভাল পারফরম্যান্স সত্ত্বেও, চলতি আইপিএল-এ ফের হার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। এই নিয়ে টানা ৬টি ম্যাচে হারল আরসিবি। দিল্লি ক্যাপিটালসের জয়ের অন্যতম নায়ক পেসার কাগিসো রাবাডা। দক্ষিণ আফ্রিকার এই তারকা ২১ রান দিয়ে ৪ উইকেট নেন। তিনি আউট করেন বিরাট (৪১), এবি ডিভিলিয়ার্স (১৭), আকাশদীপ নাথ (১৯) ও পবন নেগিকে (০)। ১৮-তম ওভারে তিনটি উইকেট নেন রাবাডা। সেই ওভারেই দিল্লির জয়ের রাস্তা পরিষ্কার হয়ে যায়।