কলকাতা: বঙ্গ রাজনীতিতে দলবদলের ধারায় সাম্প্রতিকতম সংযোজন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। যিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এই প্রেক্ষাপটে দলবদলের এই সংস্কৃতি নিয়ে সরব হয়েছেন সেলিব্রিটিরা। ট্যুইটে কটাক্ষ ছুড়ে দিয়েছেন অনুপম রায় থেকে পরমব্রত চট্টোপাধ্যায়।


'তুই চিরদিন তোর দরজা খুলে রাখিস, হঠাৎ আনাগোনা হিসেব কেন রাখিস'.. অনুপম রায়ের গানের এই লাইন অনেকেরই মুখস্থ। কেউ কেউ রসিকতা করে বলছেন, এই গানের কলি, এখন দলবদলের রাজনীতির ক্ষেত্রেও প্রযোজ্য। সব দলের দরজাই খোলা, আনাগোনাও চলেছে সমানে। আর সেই দলবদলের সংস্কৃতি নিয়েই এবার সরব হলেন বঙ্গের সেলিব্রিটিরা। 


যাঁর মধ্যে রয়েছে অনুপম রায়, পরমব্রত চট্টোপাধ্যায়। শনিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। এই প্রেক্ষাপটেই দলবদলের সংস্কৃতি নিয়ে সরব হয়েছেন সেলিব্রিটিরা। সঙ্গীতশিল্পী অনুপম রায় ট্যুইট করে বলেছেন, 'একটা সময় মনে হতো আদর্শ থাকলে তবেই রাজনীতি। এখন বহুদিন হল মনে হয়, সামান্য আদর্শ থাকলেও আর যাই হোক, রাজনীতি নয়।' এই প্রসঙ্গে এবিপি আনন্দকে অনুপম রায় বলেন, 'আদর্শ বলে কিছু নেই আজকাল। সামান্য টাকা ও ক্ষমতার লোভে যা খুশি করছে। এটাই এখন মেইন স্ট্রিম রাজনীতি। দলবদলের পালা দেখতে দেখতে আমরা অভ্যস্ত। যা এতকাল বিরোধিতা করেছি, তাকেই এখন সাপোর্ট করছি। এই পচা ব্রেনগুলো রাজনীতি করবে। মানুষের কাজের জন্য রঙের প্রয়োজন হয় না।'


বাংলা ছবি ‘হাওয়া বদলে’ দর্শকরা দেখেছিলেন দুই চরিত্রের জীবন কীভাবে পরস্পরের সঙ্গে অদলবদল হয়ে গেছিল। অনেকে বলছেন, রাজনীতিকদের আদর্শও এখন অনেকটা সেভাবেই রাতারাতি বদলে যাচ্ছে। এনিয়ে তীব্র কটাক্ষ করেছেন ‘হাওয়া বদল’-এর পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি ট্যুইট করেছেন, 'এদেশে যেভাবে রাজনীতির কারবার চলে, তা কখনও হতাশা এবং ঘৃণা তৈরি করতে ব্যর্থ হয় না।'


বাবুল সুপ্রিয়র তৃণমূলে যোগদান নিয়ে সরব হয়েছেন সুরকার-গীতিকার এবং প্রাক্তন তৃণমূল সাংসদ কবীর সুমন। রবিবারই তিনি ফেসবুকে লেখেন, 'তৃণমূলের বড় বড় নেতা তাঁকে বরণ করে নিয়েছেন। আমি তৃণমূলের সমর্থক। সদস্য নই। তৃণমূল দল কাকে টেনে নেবেন সেটা একান্তই তাঁদের ব্যাপার।'


যদিও, এর উত্তরে কিছু বলতে চাননি বাবুল সুপ্রিয়। সব মিলিয়ে দলবদলের সংস্কৃতি নিয়ে সেলিব্রিটি মহলও এখন কার্যত তোলপাড়।