কলকাতা: তার গান ছড়িয়ে পড়ল তারায় তারায়। মঞ্চ মাতালেন অনুপম রায় (Anupam Roy)। একের পর এক গানের গান, জ্বলে উঠল তারার মত। একক অনুষ্ঠানে অনুপম রায়। রবিবার আয়োজিত হল অনুপমের লাইভ কনসার্ট তারার মত জ্বলব। অসংখ্য শ্রোতাদের নিজের গানেই সম্মোহিত করে রাখলেন তিনি। 


এদিনের অনুষ্ঠান সম্পর্কে অনুপম রায় বলছেন, 'আমরা তো ভালবাসার কাঙাল। দর্শক আমাদের এত ভালবেসেছেন, এত মানুষ দেখতে এসেছেন, আমাদের সঙ্গে গলা মেলাচ্ছেন, আমরা আপ্লুত। এতদিন ধরে অনুষ্ঠানটার আয়োজন করছি, আজ একটা ক্লান্তিমিশ্রিত ভয় কাজ করছে আমাদের মধ্যে।' এদিনের অনুষ্ঠান দেখতে এসেছিলেন ইমন চক্রবর্তীও (Iman Chakraborty)। তিনি বললেন, 'যাঁর জন্য আমার কেরিয়ার এতটা এগিয়েছে, তাঁর অনুষ্ঠান দেখতে আসা তো সবসময়েই একটা অন্যরকম অনুভূতি। ভীষণ ভাল লাগছে।' অনুপমের সঙ্গে এদিন কন্ঠ মেলালেন শ্রোতারাও। নিজের পছন্দের গানগুলির সুরে সবাইকে ভাসিয়ে নিয়ে গেলেন তিনি। 


প্রসঙ্গত, সদ্য মুক্তি পাওয়া একটি ছবিতে শ্রেয়া ঘোষালের সঙ্গে কাজ করেছেন অনুপম। ছবিটির নাম 'বহুরূপী'। 'আজ সারা বেলা' গানটি কম্পোজ় করেছেন অনুপম রায় (Anupam Roy) ও গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। পরী ও সুমন্তর মধ্যে যে সম্পর্কের মিষ্টতা, সেটাই যেন ফুটে উঠেছে এই গানে। ঠিক যেমনটা ঋতাভরী বলেছিলেন.. পরী তার স্বামীকে ছাড়া কিছু চেনে না.. সেই সমীকরণই যেন ধরা দিয়েছে এই গানে।


এই গানটি নিয়ে শ্রেয়া ঘোষাল বলেছিলেন, 'এই গানটা এত সুন্দর, গানের কথা ও সুর এত সুন্দর যে আমার প্রথমেই ভীষণ ভাল লেগে গিয়েছিল। গোটা গানে এমন একটি মেয়ের কথা তুলে ধরা হয়েছে, সে তার প্রেমের জন্য অপেক্ষা করছে। আমার মনে হয় এই গানের প্রত্যেকটা কথা দর্শকের মন পর্যন্ত পৌঁছে যাবে। আমার গাওয়া গানগুলির মধ্যে যেগুলো আমার ভীষণ প্রিয়, তার মধ্যে রয়ে যাবে এই গানটি, 'আজ সারা বেলা'।' এই গানটি নিয়ে অনুপম রায় বলেছিলেন, 'আমি ৬ মাস ধরে শ্রেয়াকে এই গানটি রেকর্ড করার জন্য বলছিলাম। এই গানটা আমি যখনই লিখছি, তখনই বুঝেছিলাম, এই গানটার জন্য আমার শ্রেয়ার গলাটাই দরকার। আমি ভীষণ খুশি অবেশেষে আমরা একসঙ্গে কাজটা করতে পেরেছি।'






আরও পড়ুন: Bollywood-Tollywood: ভুলভুলাইয়া প্রথম নয়, টলিউড থেকে বলিউডে যুগ যুগ ধরে দাপিয়ে রাজত্ব করছে ভূতেরা!


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে