কলকাতা: পুরনো দিনের বাইকে বসে এক ভদ্রলোক, আর পিছনে বসা একটি ছেলে। চোখে পড় চশমা, পরণে স্কুল ড্রেস, কাঁধে ব্যাগ। বাবা আর ছেলে... দুজনেই চেয়ে আছে ক্যামেরার দিকে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে, বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের এক সঙ্গীতশিল্পী। 


ছবি দেখে এই শিল্পীকে চেনা সত্যিই মুশকিল। বর্তমানে তিনি টলিউডের অন্যতম চর্চিত ও প্রশংসিত গায়ক। কেবল নিজের অ্যালবাম নয়, টলিউডের সিংহভাগ ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকেন তিনি।  সঙ্গীত পরিচালনা থেকে শুরু করে গান লেখা, সুর দেওয়া.. সব কিছুতেই তাঁর জুড়ি মেলা ভার। গায়ক হিসেবে এই শিল্পীর জনপ্রিয়তাও যথেষ্ট। 


ছোটবেলার ছবি সঙ্গে বর্তমানে এই সঙ্গীতশিল্পীর প্রায় মিল না থাকলেও, ক্যাপশন দেখতে গিয়ে চেনা যায় সহজেই। ইতি অনুপম রায় (Anupam Roy)। গোটা বছর ধরেই দর্শকদের বিভিন্ন উপহার দিয়ে এসেছেন তিনি। 'দশম অবতার' (Dawshom Awbotaar) ছবির গান 'বাউন্ডুলে ঘুড়ি' ভীষণভাবে জনপ্রিয়তা পেয়েছিল।  শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) ও অরিজিৎ সিংহের (Arijit Singh) কন্ঠে মুক্তি পেয়েছিল এই গানটি। তবে, দর্শকদের আবদারে, এই গানটি মুক্তি পেয়েছে অনুপম রায়ের কন্ঠেও। 


কিন্তু যে গান কার্যত ছেয়ে ফেলেছিল সোশ্যাল মিডিয়ায়, ছড়িয়ে পড়েছিল মানুষের মুখে মুখে... সেই গান তৈরি হওয়ার পিছনেও ছিল একটি গল্প। কী সেটি? অনুপম বলছেন, 'বাউন্ডুলে ঘুড়ি গানটি দশম অবতার ছবির জন্য লেখা। সৃজিতদা (মুখোপাধ্যায়) আমায় ছবির দৃশ্য বুঝিয়ে দিয়েছিল.. ও চেয়েছিল একটি প্রেমের গান। আমি এক একটা করে গান লিখছি আর সৃজিত বাতিল করছে। কিছুতেই ওর পছন্দ হয় না। ৭-৮টা গান লেখার পরে আমি তখন হতাশ হয়ে পড়েছি। আর কি গান লিখব! শেষে বোধহয় ৯ নম্বর গান ছিল এই বাউন্ডুলে ঘুড়ি। এই গানটা শেষমেশ সৃজিতের পছন্দ হওয়ায় আমিও একটু আশ্বস্ত হয়েছিলাম। তবে এই গানটা বেশ জটিল। প্রথমটা অনির্বাণ আর জয়ার প্রেমের দৃশ্য়ের কথা ভেবে লেখা আর শেষভাগটা ছিল বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়)-এর জন্য।'


 






আরও পড়ুন: Jaya Ahsaan: ভূত নাকি পরী! বছরের প্রথম দিনে অচেনা লুকে জয়া আহসান


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।