কলকাতা: এবার ভূতের চরিত্রে জয়া আহসান (Jaya Ahsaan)! সুরিন্দর ফিল্মসের (Surindar Films) প্রযোজনায়, ৯ ফেব্রুয়ারি আসছে নতুন ছবি, 'ভূতপরী' (Bhoot Pari)। সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল তাঁর নতুন ছবির পোস্টার। আর সেখানে, এক্কেবারে অন্য লুকে দেখা গেল জয়া আহসানকে।
ছবির ক্যাপশানে লেখা হল 'মানুষ মরে ভূত হলে, ভূত মরে কি পরী হয়? আলাপ হবে ভূতপরীর সঙ্গে'। এই ছবি তৈরি হয়েছিল দীর্ঘদিন আগেই। তবে তা ভারতে মুক্তি পায়নি। এই ছবিতে যে জয়াকে একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে, তা অভিনেত্রী আগেই বলেছিলেন। আর এবার, জয়ার ভারতের অনুরাগীরা দেখতে পাবে এই ছবি। এটির পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌকর্য ঘোষাল (Soukarya Ghosal)।
আজ নতুন বছরে এল জয়ার নতুন ছবি মুক্তির সুখবর। তবে গত বছরটাও বেশ ভালই কেটেছে অভিনেত্রীর। বছর শেষে এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে জয়া বলেছিলেন, 'কাজ দিয়ে আমি কখনও বছর হিসেব করি না। তবে প্রশ্ন এলে, ফিরে দেখতে ইচ্ছে করে ২০২৩-কে। কৌশিকদার (কৌশিক গঙ্গোপাধ্যায়) 'অর্ধাঙ্গিনী' থেকে শুরু করে 'দশম অবতার'... ছবিগুলো বক্সঅফিসে ভালই ব্যবসা করেছি শুনেছি। শুধু তাই নয়.. সমালোচকদেরও প্রশংসা পেয়েছি এই ছবিগুলো নিয়ে। বাংলাদেশের কাজের জন্য জাতীয় পুরস্কার পেলাম। এই নিয়ে পঞ্চম বার। বিভিন্ন জায়গায় কাজ করার পরেও বাংলাদেশের মানুষেরা যে আমায় এতটা বিশ্বাস করেছেন, এতটা ভালবেসেছে। তার জন্য আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞ বাংলাদেশের সরকারের কাছেও যে তাঁরা আমায় এতবার জাতীয় পুরস্কারের যোগ্য বলে মনে করেছেন। বাংলাদেশের মানুষ যে আমায় নিয়ে গর্ব করেন, তার জন্য ভীষণভাবে সম্মানিত বোধ করি আমি।'
এই বছর জয়া প্রথম কাজ করলেন বলিউডে। সেই বিষয়ে জয়া বলছেন, 'বাংলাদেশ আমার শিকড়, ডালপালা মেলেছি কলকাতায় এসে। এই দুই বাংলাই আমার দেশ, আমার চারণভূমি। তবে বলিউড মানে সম্পূর্ণ অন্য একটা ভাষায় কাজ। সেটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে কে না চাইবে এমন একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতে যার ব্যাপ্তি আরও বেশি। আমিও চেয়েছি, চেষ্টা করেছি। কতটা সফল হয়েছি সেটা অবশ্য দর্শক বলবেন।'
আরও পড়ুন: Dev on New Film: বছরের প্রথম দিনে জোড়া ছবির ঘোষণা দেবের, 'টনিক', 'প্রধান'-এর পরে ফের কোন চমক?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।