কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খোলা মাঠে বসে রয়েছেন ৩জন। তাঁদের মধ্যে একজন হাত ওপরে তুলে কিছু একটা দেখাচ্ছেন। চশমা চোখের এই যুবককে দেখে চেনাই দায়। কে বলবে, এই যুবকই এখন বাংলার অন্যতম নামি সঙ্গীতশিল্পী। 


অনেকের পক্ষেই চেনা মুশকিল যে এই ছবি আসলে অনুপম রায়ের (Anupam Roy)। সোশ্যাল মিডিয়ায় পুরনো সময় ঘেঁটে একটি ছবি খুঁজে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অনুপম। এই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, 'যাদবপুরের বিকেল। ২০-২২ বছর আগে। আমার বাঁ দিকে তারাশঙ্কর এবং ডান দিকে পার্থ।' অনুপম ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। একটি বহুজাতিক সংস্থায় চাকরিও করতেন তিনি। কিন্তু অনুপমের দূরে থাকতে পারেননি সঙ্গীতের ডাক থেকে। কেরিয়ার বদলে তিনি বেছের নিয়েছিলেন সুরের জগৎকে। 


বর্তমানে অনুপমের জীবনে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। সাত পাকে বাঁধা পড়েছেন অনুপম। স্ত্রী প্রশ্মিতাও সঙ্গীত জগতের সঙ্গেই যুক্ত। সেই সঙ্গীতের সূত্র ধরেই তাঁদের আলাপ। বর্তমানে আইনি বিয়ে সেরেছেন তাঁরা। একসঙ্গে মধুচন্দ্রিমা কাটাতেও গিয়েছিলেন অনুপম-প্রশ্মিতা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সেই সমস্ত ছবিও। 


কাজের ক্ষেত্রে অনুপম সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত 'দশম অবতার' ছবির সঙ্গীত পরিচালনার কাজটি করেছিলেন। এরপরে অনুপম কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত 'অযোগ্য' ছবিতেও সঙ্গীতের কাজ করেছেন। চলতি বছরে আয়ের নিরিখে সেরার তালিকায় রয়েছে 'অযোগ্য'। এছাড়া তো রয়েছেই অনুপমের নিজস্ব অ্যালবাম। সেই সমস্ত অ্যালবামের একাধিক গানও মুক্তি পেয়েছে ইতিমধ্যেই।


গান লেখা ও সঙ্গীত পরিচালনার পাশাপাশি একাধিক বইও লিখেছেন অনুপম। তাঁর একাধিক অন্যধারার বইও মুক্তি পেয়েছে। একাধিক পত্রপত্রিকাতেও নিজের ধাঁচেই লেখেন অনুপম। এছাড়া অনুপম বিভিন্ন জায়গায় স্ট্রেশ শো-ও করে থাকেন এবং অনুপমের স্টেজ শো ভীষণ জনপ্রিয়। সব মিলিয়ে, বিভিন্ন কাজে গোটা বছরটাই ব্যস্ত থাকেন অনুপম।


 


 






আরও পড়ুন: Snehasish Ganguly Marriage: রং মিলিয়ে পোশাক, আইনি বিয়ে স্নেহাশিস-অর্পিতার, এড়িয়ে গেলেন সৌরভ-ডোনা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।