কলকাতা: নাগরদোলা শব্দটার সঙ্গেই যেন জুড়ে রয়েছে একরাশ ছোটবেলা। তবে এই সফর সুরের, আর শিল্পের। আজ কলকাতার বুকে আয়োজন করা হয়েছিল অনুপম রায়ের (Anupam Roy)-এর নতুন অ্যালবাম মুক্তির একটি অনুষ্ঠানের। আর সেখানেই উপস্থিত ছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় (Shirsendu Mukherjee) সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee), কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), চূর্ণি গঙ্গোপাধ্যায় (Churni Ganguly), সোহিনী সরকার (Sohini Sarkar), ইমন চক্রবর্তী (Iman Chakraborty), সুজয়প্রসাদ (Sujoy Prashad) ও অন্যান্যরা।


অনুপমের নতুন এই অ্যালবামের নাম 'অদৃশ্য নাগরদোলা ট্রিপ'। সেই অ্যালবাম মুক্তির মঞ্চে দাঁড়িয়ে সোহিনী ভাগ করে নিলেন, ২০১০ সালের এক স্মৃতির কথা। অনুপমের পাশে দাঁড়িয়েই সোহিনী বললেন, 'জীবনে যতবার প্রেম ভেঙেছে এই মানুষটারই গান শুনেছি। চোখের জলে বালিশ ভিজিয়েছি, আর পাশে চলতে থেকেছে এই মানুষটার গলা। এখনও মনে আছে, তখন ২০১০ সাল, আমি ধারাবাহিকে অভিনয় করছি। সেইদিনটাও ছিল এমন একটা বৃষ্টির দিন। ইন্দ্রপুরী স্টুডিওতে শ্যুটিং করছি। শটটা হয়ে গিয়েছে, কিন্তু ঝমঝম করে বৃষ্টি। মেকআপ রুম পর্যন্ত পৌঁছতে পারছি না কিছুতেই। তখন এত স্মার্টফোনের রমরমা ছিল না। হঠাৎ আমার এক সহকর্মী বললেন, একটা গান শুনবি? তাঁর ফোনে প্রথম শুনলাম, 'আমাকে আমার মতো থাকতে দাও।' চোখের সামনে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর ওই গানটা। মনে হয়েছিল গানটা যেন আমারই কথা বলছে। শ্যুটিং শেষ করে বাড়ি ফেরার পথে প্রথম অনুপম রায়ের গানের সিডি কিনলাম। তারপরে যে কতবার শুনেছি গানটা। ধীরে ধীরে মানুষটার সঙ্গে আলাপ হল, গল্প আড্ডা হল... এখন তো আমাদের একটা দলও রয়েছে। আমরা একসঙ্গে ঘুরতে যাই। আজ এই মানুষটার নতুন অ্যালবাম মুক্তির দিনে এই স্মৃতিটা ভীষণ মনে পড়ছে।'


আজ অনুপম রায়ের এই অ্যালবাম মুক্তির আয়োজনটি ছিল বেশ অভিনব। 'অদৃশ্য নাগরদোলা ট্রিপ' অ্যালবামটির এক একটি গান তুলে দেওয়া হয়েছিল এক একজন অন্যান্য ঘরানার শিল্পীদের হাতে। অনুপমের সেই গান শুনে তাঁরা যা ভেবেছেন তাই ফুটিয়ে তুলেছেন ভাস্কর্য বা ছবির মাধ্যমে। আজ মুক্তি পেয়েছে, অনুপমের অ্যালবামের ৩টি গান। এই অনুষ্ঠান হবে ৩ দিন ধরে। আগামী ১ ও ২ তারিখ সাধারণের জন্য খোলা থাকবে এই প্রদর্শনী, এছাড়াও থাকবে অনুপম রায়ের লাইভ পারফরমেন্সও।