কলকাতা: সোশ্যাল মিডিয়া জুড়ে ঘোরাফেরা করছে অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায় (Rupali Ganguly)-র জন্মদিন উদযাপনের একাধিক ভিডিও। আগামীকাল অভিনেত্রীর জন্মদিন। তবে তার আগেই, 'অনুপমা'-র জন্য সেটে হাজির হয়েছিল একাধিক কেক। ধারাবাহিকের সাজেই সেই সমস্ত কী কাটেন অভিনেত্রী। তবে সে আর এমন কি! কত মানুষই তো জন্মদিন উদযাপন করছেন রোজ, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও দিচ্ছেন সেই সমস্ত ভিডিও। তবে এমন কী ছিল রূপালির জন্মদিনের ভিডিওতে যার কারণে ভাইরাল হল সেগুলি? 


বর্তমানে 'অনুপমা' (Anupamaa) ধারাবাহিকের নামভূমিকায় দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। তাঁর এই ধারাবাহিক, চরিত্র যতটা জনপ্রিয়তা পেয়েছে, অভিনেত্রী হিসেবে ততটা ভালবাসা তিনি পেয়েছেন নিজেও। আর নিজের প্রাক-জন্মদিন উদযাপনে তিনি আরও একবার মুগ্ধ করে দিলেন নেটিজেনদের। রূপালি পশুপাখি ভালবাসেন। আর সেই কারণে, এদিন রূপালির জন্য যা যা কেক পাঠানো হয়েছিল তা একটাও তাঁর নিজের জন্য নয়। প্রত্যেকটি কেকই বিশেষভাবে তৈরি করা কুকুরদের জন্য। নিজের হাতে কেক কেটে পথকুকুরদের কেক খাওয়ান রূপালি। প্রত্যেকটি কুকুরকেই চেনেন তিনি, রয়েছে তাদের নামও। 


রূপালি কেক কাটার আগে পাপারাৎজিদের উদ্দেশে হাত জোড় করে বলেন, 'যাঁরা আমার জন্য কেক পাঠিয়েছেন তাঁদের অসংখ্য ধন্যবাদ। সবসময়ের মতো আমি বলব, আমার জন্য কোনও উপহার পাঠানোর প্রয়োজন নেই। আপনারা যদি আমায় একটা চিঠি লিখেও দেন, একটা কার্ড তৈরি করেও দেন সেটা আমার কাছে সোনার মতোই দামি। আমি কেবল বলব যদি আমায় কিছু দেওয়ার ইচ্ছা হয়, যদি তার জন্য পয়সা থাকে আপনার কাছে, তাহলে সেটা কোনও দরিদ্র মানুষকে দিয়ে দিন। যাঁর প্রয়োজন তাঁকে খাবার কিনে দিন, কুকুরদের খাওয়ান, ওদের চিকিৎসা করান অথবা আমি পশুপাখিদের সেবার জন্য যা যা এনজিও চালাই সেখানে ডোনেশন হিসেবে দিয়ে দিন। ভগবানের দয়ায় আমার আর কোনও জিনিসেরই প্রয়োজন নেই। আমি কেবল মানুষের আশীর্বাদ চাই।


জন্মদিনের পরিকল্পনার কথা বলতে গিয়ে রুপালি বলেন, 'আমার সেট, আমার কাজের জায়গাই আমার ঈশ্বর। জন্মদিনে এখানেই প্রণাম করে যাব।


আরও পড়ুন: Taapsee Wedding Video: বিবাহবেশের সঙ্গে তাপসীর চোখে সানগ্লাস, শেরওয়ানি-পাগড়িতে ম্যাথিয়াস, ভাইরাল বিয়ের ভিডিও


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।