কলকাতা: তাঁর বিয়ের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তৈরি হয়েছিল অনেক প্রশ্ন। কবে, কোথায় বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু (Taapsee Pannu)? নাহ... উত্তর মেলেনি। শোনা গিয়েছিল, উদয়পুরে খুব ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সেরেছেন তাপসী। আর আজ, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে তাপসীর বিয়ের প্রথম ভিডিও। তবে এই ভিডিও প্রকাশ করেননি তাপসী। তাহলে? 


সোশ্যাল মিডিয়ায় আজ ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে বিবাহবেশে দেখা যাচ্ছে তাপসীকে। কমলা আনারকলি ভারি কাজের সালোয়ার স্যুটে ঝলমল করছেন তিনি। আর মঞ্চে? তাঁর দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বো। এই মানুষটির সঙ্গেই নাকি সাত পাকে বাঁধা পড়েছেন তাপসী। সদ্য প্রকাশ্যে আসা এই ভিডিওতে দেখা যাচ্ছে, নাচতে নাচতে মঞ্চে উঠছেন তাপসী। এরপরে জড়িয়ে ধরছেন ম্যাথিয়াসকে। ভারতীয় বরের বেশ পরেছেন ম্যাথিয়াসও। 


শোনা যাচ্ছে, ২০ মার্চ থেকে উদয়পুরেই শুরু হয়েছিল তাঁদের প্রাক-বিবাহ অনুষ্ঠান আর ২৩ মার্চ সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। যদিও সোশ্যাল মিডিয়ায় একেবারেই বিয়ের কথা প্রকাশ্যে আনেননি তাঁরা। বরং বিয়ে নিয়ে কথা উঠতে, বারে বারে তা একপ্রকার অস্বীকারই করে গিয়েছিলেন তাপসী। তাপসী পান্নু ও ম্যাথিয়াস বোয়ের প্রথম আলাপ হয় ২০১৩ সালে, 'ইন্ডিয়ান ব্যাডমিন্টল লিগ'-এর উদ্বোধনে। কাজের ক্ষেত্রে তাপসীর হাতে এখন, 'ফির আই হসিন দিলরুবা', 'ও লড়কি হ্যায় খান' ও 'খেল খেল মে' রয়েছে। তাঁকে শেষ দেখা গিয়েছিল শাহরুখ খানের বিপরীতে রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি' ছবিতে।


 






তাঁর বিয়ে সংক্রান্ত খবরের পরে সোশ্যাল মিডিয়ায় একটি শাড়ি পরা ছবি ভাগ করে নিয়েছিলেন তাপসী। সেই ছবিতে অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিয়ের। অনেকে আবার লিখেছেন, 'মনে হচ্ছে আপনার অবশ্যই বিয়ে হয়েছে'। তবে তাপসীর সেই ছবিতে বিবাহের কোনও চিহ্নমাত্র ছিল না। বরং দোল খেলার ছবিতে তাঁর কপালে দেখা গিয়েছিল সিঁদুর। জল্পনায় সিলমোহর পড়লেও, এখনও অনুরাগীরা অপেক্ষায় যে তাপসী বিবাহের ছবি শেয়ার করে নেবেন কবে? 


 






আরও পড়ুন: Prabhu Deva Unknown Facts: বিবাহবিচ্ছেদ, নয়নতারার সঙ্গে সম্পর্ক, ক্যানসার কেড়ে নিয়েছিল প্রভুদেবার প্রথম সন্তানকে


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।