মোহন প্রসাদ, দার্জিলিং : শ্যুটিং লোকেসন খুঁজতে সপ্তাহের শুরুতেই হঠাৎ দার্জিলিং-এ এলেন অনুরাগ বসু (Anurag Basu)। কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) সঙ্গে একটি ছবির শ্যুটিংয়ের কাজ শুরু করতে চলেছেন তিনি। তার আগে, শ্যুটিং লোকেসন খুঁজতে মুম্বইয়ের পরিচালক হাজির হয়েছেন এই রাজ্যে। তবে এই প্রথমবার নয়, এর আগেও দার্জিলিংয়ে একাধিক ছবির শ্যুটিং করেছেন অনুরাগ বসু। 'বরফি' থেকে শুরু করে 'জগ্গা জাসুস' একাধিক ছবিতে রয়েছে দার্জিলিংয়ের প্রেক্ষাপট। জানা যাচ্ছে, অনুরাগ বসুর নতুন এই ছবিতেও থাকতে পারে দার্জিলিংয়ের প্রেক্ষাপট। ছবির নাম এখনও পর্যন্ত ঠিক হয়নি। ছবিতে আর কারা কারা থাকবেন, তাও এখনও ঠিক হয়নি।
আজ দার্জিলিংয়ে এসে এবিপি আনন্দকে অনুরাগ বসু বলেন, 'দার্জিলিংয়ে এসেছি। বিভিন্ন লোকেশন দেখছি। আমার প্রিয় হোটেলেই রয়েছি। খুব ইচ্ছা এখানে ফের এসে শ্যুটিং করব। খুব তাড়াতাড়ি দার্জিলিংয়ের মানুষদের জানাব, কবে আসছি, কাকে সঙ্গে নিয়ে আসছি আর কী করছি। এখানে আমি ২টো ছবির শ্যুটিং করে ফেলেছি ইতিমধ্যেই। বরফি আর জগ্গা জাসুস। শ্যুটিংয়ের কারণ তো এসেছি বটেই, তা ছাড়াও এখানে আসতেই থাকি। আমার আর আমার পরিবারের খুব প্রিয় জায়গা এটা। এখানকার মানুষদের আমার খুব পছন্দ। এখানে আমার অনেক পুরনো বন্ধু রয়েছেন। সকালে প্রাতঃভ্রমণ করতে বেরিয়ে তাঁদের সঙ্গে যখন দেখা হয়, খুব ভাল লাগে। অবশ্যই আবার এখানে শ্যুটিং করতে আসতে চাই। খুব তাড়াতাড়িই আসব। আমাদের ছবির ইতিমধ্যেই মুম্বইতে শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। তবে এখনও আমরা সিনেমার নাম ঠিক করিনি। নায়ক হিসেবে কার্তিক কেই ঠিক করা হয়েছে। বাকি অভিনেতা অভিনেত্রীদের এখনও ঠিক করা হয়নি।'
ইতিমধ্যেই কার্তিক আরিয়ানের সঙ্গে 'আশিকি ৩' ছবির কাজ শুরু করে দিয়েছেন অনুরাগ বসু। প্রথমে শোনা যাচ্ছিল, এই ছবি থাকতে পারেন তৃপ্তি দিমরি। তবে পরে জানা গিয়েছিল। এই ছবি থেকে তৃপ্তি বাদ পড়েছেন। শোনা গিয়েছিল, সারল্যের অভাবেই নাকি বাদ পড়েছেন তৃপ্তি। পরবর্তীতে এই তত্ত্ব নাকচ করে দেন অনুরাগ বসু। তিনি জানান, তৃপ্তি তাঁর খুব ভাল বন্ধু। দুজনের মধ্যে কাস্টিং নিয়ে কথাবার্তা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।