নয়াদিল্লি: 'সেক্রেড গেমস' (Sacred Games) ভারতীয় ওয়েব সিরিজগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় সিরিজ। দুর্দান্ত গল্প ও দর্শককে ধরে রাখার ক্ষমতা আছে নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui) ও সেফ আলি খান (Saif Ali Khan) অভিনীত এই 'নেটফ্লিক্স' সিরিজের (Netflix series)। ফলে প্রথম দুই সিজনের পরে সমস্ত অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষায় তৃতীয় সিজনের। কিন্তু পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) গলায় অন্যরকমের সুর। তিনি জানিয়েছেন কোনও তৃতীয় সিজন হচ্ছে না 'সেক্রেড গেমস'-এর।


চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো কাস্টিং প্রোফাইল শনাক্ত করেছেন, যা 'সেক্রেড গেমস' সিজন ৩-এর জন্য অভিনেতা নেওয়া হচ্ছে বলে পোস্ট করেছিল। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে রবিবার পরিচালক একটি 'স্ক্রিনশট' পোস্ট করেন। সেখানে একটি প্রোফাইলের ইনস্টাগ্রাম স্টোরি দেখা যাচ্ছিল। 'সেক্রেড গেমস' সিজন ৩-এর জন্য অভিনেত্রীর প্রয়োজন বলে জানানো হয় সেখানে। সেই প্রোফাইলটি জাল এবং নিজের অনুরাগীদের সেটি রিপোর্ট করার অনুরোধ করেন অনুরাগ।


তিনি পোস্টে লেখেন, 'এই রাজবীর কাস্টিং ভদ্রলোক একজন ঠগ। দয়া করে ওকে রিপোর্ট করুন। সেক্রেড গেমসের কোনও সিজন ৩ হচ্ছে না। আমি এই লোকটির বিরুদ্ধে এফআইআর ফাইল করছি।' যে স্ক্রিনশটটি শেয়ার করেন পরিচালক সেখানে বিভিন্ন বয়সের 'মহিলা' অভিনেতার খোঁজ করা হয় এবং পরিষ্কার লেখা রয়েছে যে 'সাহসী দৃশ্যের স্বাভাবিক হতে হবে'।


 






প্রসঙ্গত, 'সেক্রেড গেমস'-এর দ্বিতীয় সিজন ২০১৯ সালের অগাস্ট মাসে মুক্তি পায় এবং এই হিট সিরিজের প্রথম সিজন ২০১৮ সালের জুলাই মাসে আসে।


আরও পড়ুন: Sidharth Malhotra Birthday: ঘনিষ্ঠ কিয়ারা সিদ্ধার্থ, জন্মদিনের সন্ধেয় নায়িকার ইনস্টাগ্রাম স্টোরিতে রইল ভালোবাসার ছবি, বার্তা