কলকাতা: বিতর্ক রোধ করতে পারেনি এই ছবির জয়যাত্রা। বক্সঅফিসে ছাপ ফেলার মতো আয় করে ফেলেছে এই ছবি। দ্য কেরালা স্টোরি (The Kerala Story)। আর এবার, এই ছবি বিতর্কে মুখ খুললেন পরিচালক অনুরাগ কাশ্য়প। 


সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, “সত্যি বলতে আপনি আজকের দিনে এবং যুগে রাজনীতি থেকে পালাতে পারবেন না। সিনেমা অরাজনৈতিক হওয়া খুবই কঠিন। 'দ্য কেরালা স্টোরি'-এর মতো প্রোপাগান্ডা ফিল্ম যেগুলোকে আমরা বলি অনেকগুলো ছবি তৈরি হচ্ছে। আমি যেকোন কিছু নিষিদ্ধ করার সম্পূর্ণ বিপক্ষে কিন্তু এটা একটা প্রোপাগান্ডা ফিল্ম। সেটা রাজনৈতিক। পাল্টা প্রচারণার মতো শোনায় এমন কোনো ফিল্ম আমি বানাতে চাই না,”।


আরও পড়ুন...


Arthritis Pain: আর্থ্রারাইটিসের তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রোজের মেনুতে রাখতে পারেন এই ফলগুলি, পাবেন উপকার


তিনি আরও বলেন, “একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে, আমি একজন অ্যাক্টিভিস্টের মতো কথা বলতে চাই না। আমি সিনেমা বানাচ্ছি। সিনেমাকে হতে হবে বাস্তবতা ও সত্যের উপর ভিত্তি করে।"


দেশের আর্থ-সামাজিক-রাজনৈতিক আবহাওয়ার পরিপ্রেক্ষিতে তিনি যে চলচ্চিত্রগুলি করতে চান তা করতে পারেন কিনা জিজ্ঞাসা করা হলে, পরিচালক বলেন: "আপনি যদি সৎ হন তবে আপনি করতে পারেন।'


আরও পড়ুন...


মাঝে মাঝেই মানসিক অবসাদে ভুগছেন? মন ভাল রাখতে পাতে পড়ুক এই খাবারগুলি


অনুরাগ কাশ্যপ আরও বলেন যে, স্বাধীন সিনেমা এই মুহূর্তে "খুব খারাপ এবং বিভ্রান্তিকর জায়গায়" রয়েছে। ভারতের স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তুলনা করা হচ্ছে। লকডাউনের কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। স্ট্রিমিং ধরনের ভারতীয় সিনেমার জায়গা হয়ে উঠেছে, এমনকি মূলধারার সিনেমাও স্ট্রিমিং হতে শুরু করেছে। তাই দর্শকরাও এখন স্বাধীন সিনেমার চেয়ে ওটিটিতে সিনেমা দেখতে বেশি পছন্দ করছেন।


উল্লেখ্য়, সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই ছবি নিয়ে মুখ খুলেছেন কমল হাসান। 'দ্য কেরালা স্টোরি' নিয়ে প্রশ্ন করা হলে কমল হাসান বলেন, 'আমি প্রচারমূলক ছবি ঘোর বিরোধী। কেবল মাত্র লোগোর নিচে 'বেসড অন ট্রু স্টোরি' বা সত্য ঘটনা অবলম্বনে লিখলেই হাত ঝেড়ে ফেলা যায় না। দায়িত্ব শেষ করে ফেলা যায় না। ছবিতে সত্য ঘটনা দেখালে তবেই সেটা বলা উচিত যে সত্য ঘটনা। 'দ্য কেরালা স্টোরি' -র ঘটনা সত্য নয়।'