কলকাতা: দিদি প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)-র পথে হেঁটে এবার কি নিজের বিয়ের আসর রাজস্থানেই বসাবেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)? আজ সকালেই, রাজস্থানের বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন আপ সাংসদ রাঘব চড্ডা (Raghav Chadha) ও তাঁর বাগদত্তা। সূত্রের খবর, উদয়পুর অথবা জয়পুরে বসবে পরিণীতি ও রাঘবের বিয়ের আসর। আজ, শনিবার বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন যুগল। রাজস্থানে থাকাকালীন লীলা প্যালেসে থাকবেন নতুন জুটি। তাঁদের সঙ্গে গিয়েছেন কিছু আত্মীয়রাও। তবে লীলা প্যালেসে নয়, থাকবেন উদয়ভিলা হোটেলে।
এর পাশাপাশি, তিনি সব ছবিতে কাজ করেন না। তাঁর অভিনীত ছবি তালিকা অন্যান্যদের তুলনায় অনেকটাই ছোট। তবে তাঁর ছোঁয়ায় সোনা ফলেছে রুপোলি পর্দায়। তিনি বারবার জয় করে নিয়েছেন দর্শকদের মন। তিনি মনোজ বাজপায়ী (Manoj Bajpayee)। সম্প্রতি একটি সাক্ষাৎকারে, বিভিন্ন সিনেমা না করার সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন অভিনেতা।সম্প্রতি ছবি বাছাই করা নিয়ে, চরিত্র নিয়ে সিদ্ধান্ত নেওয়া নিয়ে মনোজ জানান, এবিষয়ে তাঁর স্ত্রীর অবদান রয়েছে যথেষ্ট। মনোজের স্ত্রী শাবানা রাজা (Shabana Raza) প্রাক্তন অভিনেত্রী। তিনি একবার মনোজ অভিনীতি একটি ছবি দেখতে গিয়েছিলেন। সেসময়ে পর্দায় মনোজের অভিনয়, ছবির বিষয় সমস্ত দেখে দর্শকাসনে হাসাহাসি হয়েছিল। দর্শকেরা জানতেন না, প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন শাবানা। সমস্ত কিছু শুনে বাড়ি ফিরে আসে মনোজকে সবটা বলেন তিনি।
আরও পড়ুন...
Oily Scalp: 'অয়েলি স্ক্যাল্প'-এর সমস্যা দূর করতে প্রতিদিনের জীবনে কী কী নিয়ম মেনে চলা প্রয়োজন?
শাবানা মনোজকে অনুরোধ করেন, বেছে কাজ করার জন্য। শাবানার কথায়, 'টাকার জন্য খারাপ সিনেমা করবে না। আমাদের টাকার এতও প্রয়োজন নেই যে টাকার জন্য সমস্ত ছবিতে অভিনয় করতে হবে। সিনেমাহলে গিয়ে আমি অপমানিত বোধ করছি। তোমার কাছে ভাল চরিত্রের অফার রয়েছে। সেই চরিত্রগুলির ওপর সুবিচার করো। আর কারও কাছে কোনোকিছু প্রমাণ করার প্রয়োজন নেই।'
এর পাশাপাশি, অভিনেত্রী মৌনী রায়ের (Mouni Roy) নতুন ইনিংস। মায়ানগরীতে রেস্তোরাঁ খুললেন বঙ্গকন্যা। ভারতীয় সুস্বাদু খানার টান, আকর্ষণীয় সাজসজ্জাই এই রেস্তোরাঁর মূল আকর্ষণ হতে চলেছে। বিশেষ ডিশ হিসেবে থাকছে মৌনীর পছন্দের সব খাবার। এই রেস্তোরাঁ সম্পর্কে কথা বলতে গিয়ে মৌনী বলেন, 'বদমাশ- এর উদ্যোগের কথা বলতে গিয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমি প্রচন্ড উৎসাহী। এই রেস্তোরাঁ, ভারতীয় খাবারের প্রতি আমার ভালবাসাকে তুলে ধরবে। নতুন ইনিংসে আমার সফর নিয়ে বলতে আমি ভীষণ আগ্রহী। এই রেস্তোরাঁয় আমার ব্যক্তিগত পছন্দের ডিশ হল, Stir-fried Mushroom Milagu with Shimeji Crisps। আমি অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি, খাদ্যরসিকেরা কবে এই পদটি চেখে দেখবেন। আরও একটি পদ এই রেস্তোরাঁয় এলে অবশ্যই খাবেন। সেটি হল Mounilicious cocktail।'
অন্যদিকে, দেশের রাজনীতির ইতিহাসে সূচনা হল নয়া যুগের। নতুন সংসদভবন পেল দেশ (New Parliament Building)। আজ, রবিবার তার শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন নয়া সংসদভবন চত্বের প্রথমে মহাত্মা গাঁধীর মূর্তিতে মাল্যদান করেন তিনি। তার পর সকাল সাড়ে ৭টায় যজ্ঞ ও পুজো করে অনুষ্ঠানের সূচনা হয়। পুজোয় অংশ নেন প্রধানমন্ত্রী এবং লোকসভার স্পিকার ওম বিড়লা (Parliament Building Inauguration)। আর ভবন উদ্বোধনের পরে, বক্তৃতা দিতে গিয়ে শাহরুখ খান (Shah Rukh Khan), অক্ষয় কুমার (Akshay Kumar) ও রজনীকান্ত (Rajnikanth)-কে।