টুইটারে কঙ্গনা রানাউতের সঙ্গে পরিচালক অনুরাগ কশ্যপের বাগবিতণ্ডা চলছিল বেশ কিছু দিন ধরেই। যৌন হেনস্থার অভিযোগ ঘিরে সেই বিবাদ চরম আকার নিল। অনুরাগের একাধিক বিয়ে ও অন্যান্য মহিলাদের সঙ্গে সম্পর্ক নিয়ে কঙ্গনা ট্যুইট করেন, পায়েলের মতো এমন ঘটনা আখছার এখানে হচ্ছে। আউটসাইডারদের এখানে যৌনকর্মী মনে করা হয়।
কঙ্গনাকে পাশে পেয়ে পায়েল ট্যুইট করেন,'আমরা নারী, আর আমরা মিলেই ওদের টেনে নীচে নামাব।'
এখানেই থামেননি কঙ্গনা। একের পর এক ট্যুইটে বলিউডের নিন্দে করতে থাকেন তিনি। কঙ্গনা আরেকটি ট্যুইটে লেখেন, ''বুলি'উড এমনসব যৌন শিকারীতে পূর্ণ, যাদের নকল কিছু বিয়ে রয়েছে এবং তাদের প্রত্যাশা কমবয়সী যুবতীরা তাদের রোজই খুশি করবে, তারা 'দুর্বল' পুরুষদের জন্যও একই রকম আচরণ করে''
তাঁর বিরুদ্ধে একের পর এক আক্রমণে পর চুপ থাকেননি অনুরাগ। কঙ্গনার নাম না করে এদিন পাল্টা ট্যুইট করে পরিচালক বলেন,
'আমাকে চুপ করানোর জন্য এত মিথ্যে বলতে হচ্ছিল যে নারী হয়ে অন্য এক নারীকে সেই মিথ্যেয় সামিল করতে হল! ম্যাডাম, অন্তত একটু শালীনতা বজায় রাখুন। আমি শুধু এইটুকুই বলব যে, যা যা অভিযোগ আনা হয়েছে, সব ভিত্তিহীন। আমি এর শেষ দেখে ছাড়ব।'
শনিবার রাতে প্রধানমন্ত্রী এবং তাঁর দফতরকে ট্যাগ করে বিস্ফোরক ট্যুইটে পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন বলিউড অভিনেত্রী পায়েল ঘোষ। একধাপ এগিয়ে রবিবার হুঁশিয়ারি দেন, পরিচালকের বিরুদ্ধে তিনি এফআইআর করবেন।