‘স্যাকরেড গেমস’-এ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীকে অসম্মান করার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন আইনজীবী নিখিল ভাল্লা। কলকাতার এক কংগ্রেস কর্মী আবার এই ওয়েব সিরিজের প্রযোজক ও অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে রাহুল ট্যুইট করে বলেছেন, ‘বিজেপি/আরএসএস বিশ্বাস করে, মতপ্রকাশের স্বাধীনতার উপর নজরদারি ও নিয়ন্ত্রণ থাকা উচিত। আমি মনে করি, এই স্বাধীনতা মৌলিক গণতান্ত্রিক অধিকার। আমার বাবা দেশের সেবার জন্য বেঁচেছেন এবং মারা গিয়েছেন। একটি কল্পিত ওয়েব সিরিজের এক চরিত্রের মতামত সেটা বদলাতে পারবে না।’ তাঁর এই বক্তব্যকেই সমর্থন করেছেন অনুরাগ ও স্বরা।