কলকাতা: করোনা পরিস্থিতি কাটিয়ে ছন্দে ফিরছে সিনেমা। কোভিড বিধি মেনেই হলমুখী হচ্ছেন মানুষ। আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেন (Riddhi Sen), প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar), চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly), পায়েল সরকার (Payel Sarkar) অভিনীত নতুন ছবি 'অনুসন্ধান' (Anushandhan)। আজ সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার ভাগ করে নেন অভিনেতা অভিনেত্রীরা।
কমলেশ্বর মুখোপাধ্যায়(Kamaleswar Mukherjee) পরিচালিত এই ছবিটি মুক্তি পাচ্ছে ৩ ডিসেম্বর। 'এসকে মুভিজ'-এর প্রযোজনায় মুক্তি পাচ্ছে ছবিটি। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়(Saswata Chatterjee)। তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে পায়েল সরকারকে। ছবির প্রেক্ষাপট লন্ডনের একটি বাড়ি ও কোর্টরুম। 'অনুসন্ধান' ছবির ট্রেলার দেখলেই স্পষ্ট, এ ছবির পরতে পরতে ছড়িয়ে রয়েছে রহস্য। কমলেশ্বরের এই ছবিটি থ্রিলার।
ছবির ট্রেলারটিও বেশ আকর্ষণীয়। বার্মিংহাম থেকে জরুরী ডাক পেয়ে পুজোর মধ্যেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন শাশ্বত। একটা দুর্ঘটনা। তারপর তিনি এসে পৌঁছন এমন একটা পরিবারে, যেখানে সবাই উকিল। পাপ, অপরাধ, সম্পর্ক সবকিছু নিয়েই যেন 'খেলা' চলছে। ছবিরে ট্রেলার দেখে আন্দাজ করা যায় না গল্পের আঁচও।
আজ সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করে ঋদ্ধি লেখেন, 'দেখে খুব ভালো লাগছে যে আবার হলমুখী হয়েছেন মানুষ। সাম্প্রতিক কালে মুক্তি পাওয়া বেশ কয়েকটি বাংলা ছবি প্রেক্ষাগৃহ পূর্ণ করে দেখেছেন সবাই। এটা নতুন করে আমাদের সবাইকে আরও নতুন গল্প বলার ভরসা আর আনন্দ দিয়েছে l ডিসেম্বরের তিন তারিখ মুক্তি পাচ্ছে কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় আর এসকে মুভিজের প্রযোজনায় আমাদের নতুন ছবি ‘অনুসন্ধান’ l
এই ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। ছবির পোস্টার ও ট্রেলার শেয়ার করে কমলেশ্বর মুখোপাধ্যায় লিখেছেন, 'আপনারা দেখলে আমাদের কাজ করা সার্থক হবে।' ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের নাম ইন্দ্র চক্রবর্তী। লন্ডনে গিয়ে কারও পাতা ফাঁদের পা দিয়ে কী লণ্ডভণ্ড হয়ে যাবে তাঁর ব্যক্তিগত জীবন, কেরিয়ার? উত্তর খুঁজতে 'অনুসন্ধান' করতে হবে দর্শকদের।