মুম্বই: বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) শেষবার পর্দায় দেখা গিয়েছিল পরিচালক আনন্দ এল রাইয়ের ছবি 'জিরো'তে। বিপরীতে ছিলেন শাহরুখ খান। এরপর কেটে গিয়েছে তিন তিনটে বছর। মাঝের সময়টায় মা হয়েছে অনুষ্কা। ছোট্ট ভামিকাকে সময় দেওয়ার জন্যও ছবির জগৎ থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন। এবার ফের পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। হাতে রয়েছে তিনটি ছবি। এছাড়া ওটিটিতেও আত্মপ্রকাশ হতে হলেছে অভিনেত্রীর।
অনেকদিন ধরেই ক্যামেরার সামনে নেই অনুষ্কা শর্মা। 'জিরো' ছবিতে অভিনয়ের পর এবং তারপরই মা হওয়ার পর বেশ কিছুটা বিরতি নিয়েছিলেন। মাতৃত্বকালীন সময় উপভোগ করছিলেন। মা হওয়ার কিছুদিন পর থেকেই প্রযোজনার মতো নানা কাজে নিজেকে ব্যস্ত রাখেন অভিনেত্রী। তাঁর প্রযোজিত কিছু ছবির কাজও হয় এর মাঝে। মাঝের সময়টায় অনুষ্কা শর্মার প্রযোজিত বেশ কিছু ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। কিন্তু পর্দায় দেখা যায়নি তাঁকে। অনুষ্কা শর্মার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, 'রব নে বানা দি জোড়ি' অভিনেত্রীর হাতে এই মুহূর্তে রয়েছে তিনটি বড় প্রোজেক্ট। এর মধ্যে দুটি মুক্তি পাবে সিনেমাহলে। আর একটি ছবি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম। আশা করা যাচ্ছে নতুন বছরে নতুন প্রোজেক্টের ঘোষণা করবেন অভিনেত্রী।
আরও পড়ুন - Year Ender 2021: ২০২১-এ সবথেকে বেশি ইনস্টাগ্রাম রিল তৈরি হয়েছে যে গানগুলিতে
বিরাট কোহলি (Virat Kohli) এবং ছোট্ট ভামিকার সঙ্গে মাঝের সময়টা উপভোগ করছিলেন অনুষ্কা শর্মা। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় অভিনেত্রী। ছুটি কাটানো থেকে নানা কিছুর ছবি ও ভিডিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন তিনি। অনুষ্কা শর্মার অনুরাগীরা তাঁকে পর্দায় ফের দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন। কবে তিনি নতুন প্রোজেক্টের ঘোষণা করেন, এখন তারই অপেক্ষায় অনুরাগীরা।
প্রসঙ্গত. অন্তঃসত্বা থাকাকালীন অনুষ্কা শর্মাকে দেখা গিয়েছিল বিজ্ঞাপনের শ্যুটিং করতে। সেটেও ফিরেছেন মা হওয়ার পর। এবার অপেক্ষা শুধু পর্দায় দেখা দেওয়ার।