কলকাতা: দুই নায়িকার মধ্যে নাকি কখনও নাকি বন্ধুত্ব হতে পারে না... এই কথাটা বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে সত্যিও বটে। বলিউডে যেমন বিভিন্ন বন্ধুত্ব বেশ চর্চিত, তেমনই রয়েছে একাধিক ঠাণ্ডা যুদ্ধও। একসঙ্গে কখনোই কাজ করেননি অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। শোনা যায়, তাঁদের মধ্যে নাকি ঠাণ্ডা লড়াই রয়েছে। শোনা যায়, একটা সময়ে রণবীর সিংহের (Ranveer Singh) সঙ্গে সম্পর্কে ছিলেন অনুষ্কা শর্মা। তবে কখনও তাঁদের কেউই সেই কথা স্বীকার করেননি। 'ব্যান্ড বাজা বারাত' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন রণবীর ও অনুষ্কা। শোনা যায়, সেই সময় থেকেই তাঁদের প্রেমের শুরু। আর সেটাই নাকি অনুষ্কা আর দীপিকার সম্পর্কের শীতলতার কারণ? এই বিষয় নিয়ে অনুষ্কাকে সরাসরি প্রশ্ন করা হলে, কী উত্তর দিয়েছিলেন তিনি?


হিন্দুস্থান টাইমসের একটি সাক্ষাৎকারে অনুষ্কাকে প্রশ্ন করা হয়েছিল, কেন তাঁর ও দীপিকার সম্পর্কের মধ্যে শীতলতা রয়েছে? অনুষ্কা এই প্রশ্নের উত্তরে সরাসরি জানিয়ে দেন, তাঁর ও দীপিকার মধ্যে কোনও সমস্য়া নেই। অনুষ্কা আরও জানান, তিনি এখানে কাজ করতে এসেছেন। কোনও লড়াই করতে নয়। আর সেই কারণেই দীপিকার সঙ্গেও কাজ করতে তাঁর কোনও সমস্যা নেই। তিনি তাঁর নিজের জীবন নিয়ে যথেষ্ট খুশি রয়েছেন। বর্তমানে দুই সন্তানের মা অনুষ্কা। দীপিকা মা হওয়ার পরে, তাঁকে শুভেচ্ছাও জানিয়েছিলেন অনুষ্কা। 


আরও পড়ুন: Soumitrisha Kundoo: এবার ওয়েব সিরিজে ডেবিউ সৌমিতৃষার, 'কালরাত্রি'-তে থাকছেন আর কে কে?


বর্তমানে দীর্ঘ সময়ে লন্ডনে ছিলেন অনুষ্কা। সঙ্গে ছিল ছোট্ট ভামিকা আর অকায়। বিরাট কোহলির সঙ্গে সুখের সংসার অনুষ্কার। অনুষ্কা একাধিকবার জানিয়েছেন, তিনি বিরাটের সঙ্গে সম্পর্কে খুব ভাল রয়েছেন। মেয়ে ও ছেলের সঙ্গে খুব ভাল ভাবেই সময় কাটাচ্ছেন তিনি। তাঁকে আগামীতে দেখা যাবে 'চাকদা এক্সপ্রেস'-এ। এর বাইরে অন্যান্য কাজ করছেন না অনুষ্কা। তিনি নতুন কাজে কবে ফিরবেন, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। অন্যদিকে সদ্য কন্যাসন্তানের মা হয়েছেন দীপিকা। এখনও হাসপাতাল থেকে ছাড়া পাননি তিনি। অনুষ্কা দীপিকাকে শুভেচ্ছাও জানিয়েছেন তাঁর নতুন জীবনের জন্য 


আরও পড়ুন: RG Kar News: আরজি কর কাণ্ডের প্রতিবাদে হাতিয়ার শিল্প, প্রকাশ্যে ঊষা উত্থুপের মিউজিক ভিডিও 'জাগো রে'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।