পুরুষোত্তম পণ্ডিত, কলকাতা: আর জি কর কাণ্ডের (RG Kar News) প্রতিবাদে সরব রাজ্য় থেকে দেশ। সেই আবহেই এবার সুবিচারের দাবিতে গান গাইলেন ঊষা উত্থুপ (Usha Uthup)। মুক্তি পেল সেই মিউজিক ভিডিও। নাম 'জাগো রে' (Jaago Re)।


সুরে প্রতিবাদ, এবার প্রকাশ্যে ঊষা উত্থুপের গান


আর জি কর মেডিক্য়াল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। বিচারের দাবিতে পথে জুনিয়র ডাক্তারের পাশাপাশি সাধারণ মানুষও। রয়েছেন একাধিক তারকা। অনের শিল্পীই তাঁদের শিল্পকেই হাতিয়ার করেছেন প্রতিবাদের। এই আবহেই নির্যাতিতা চিকিৎসকের সুবিচারের দাবিতে এবার গান গাইলেন ঊষা উত্থুপ। মুক্তি পেল নতুন মিউজিক ভিডিও। যার নাম দেওয়া হয়েছে 'জাগো রে'।  


সুবিচারের দাবিতে তৈরি বিশেষ এই মিউজিক ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, এক তরুণী গলায় তুলে নিচ্ছেন স্টেথোস্কোপ। পরছেন অ্য়াপ্রন। রোগীদের সেবা দিতে দিতে, কিছু বুঝে ওঠার আগেই নিভে গেল তাঁর জীবনের আলো। আর ঠিক সেখান থেকেই মোমবাতির আলো জ্বেলে, সমাজকে জেগে ওঠার বার্তা দেওয়া হচ্ছে গানের মাধ্য়মে। 


আজ আন্দোলনকারী চিকিৎসকদের ৩০ জন প্রতিনিধি পৌঁছন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য। কিন্তু তাঁদের শর্ত ছিল বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে হবে, যা মেনে নেওয়া হয়নি প্রশাসনের তরফে। ফলে বৃহস্পতিবার সন্ধে ৭টা পর্যন্তও নবান্নে দুই পক্ষের মধ্যে বৈঠক হল না। আর সেই নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, মামলা বিচারাধীন রয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI) তদন্ত করছে। মামলা রয়েছে সুপ্রিম কোর্টে। তাই ওই বিষয়ে বৈঠক লাইভ করা যায় না। সেই কারণেই লাইভে আপত্তি জানিয়েছে রাজ্য। কিন্তু গোটা বৈঠক ভিডিও রেকর্ড করার কথা বলা হয়েছিল, যাতে আদালতকেও ভিডিও দেওয়া যেত। কিন্তু জুনিয়র ডাক্তাররা তাতে রাজি হননি।  


আরও পড়ুন: Mamata Banerjee: 'মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি', নবান্ন থেকে বললেন মমতা


এর আগে ২০১৯ সালে জুনিয়র ডাক্তারদের সঙ্গে তাঁর বৈঠক লাইভ সম্প্রচার হয়েছিল। এদিন লাইভ করানোয় আপত্তির কারণ হিসেবে মমতা জানান, একবার লাইভ স্ট্রিমিং হয়েছিল বৈঠক। কিন্তু সেই সময় সিবিআই বা সুপ্রিম কোর্টে মামলা ওঠেনি, সেটা মাথায় রাখা দরকার বলে জানান মমতা। তিনি জানান, লাইভ স্ট্রিমিং না হলেও, বৈঠক আগাগোড়া ভিডিও রেকর্ডিং করার কথা বলেছিলেন তাই। সেই মর্মে আদালতের নির্দেশ রয়েছে বলেও জানান। যদিও অবশেষে সেই বৈঠক ভেস্তে যায়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।