মুম্বই: প্রথমে সম্পর্ক, ফের সেই সম্পর্কে ভাঙন, আবার দিন কয়েক আগে সেই সম্পর্ক জোড়া লাগে। তারপর থেকে মাঝেমধ্যেই সংবাদমাধ্যমের ক্যামেরায় লেন্সবন্দি হতেন এই জুটি। কিন্তু কেন অনুষ্কা শর্মা কখনও তাঁর লভ ইন্টারেস্ট বিরাট কোহলি প্রসঙ্গে মুখ খোলেননি, সেই নিয়েছিল বিস্তর জল্পনাও। অবশেষে এক সাক্ষাত্কারে এপ্রসঙ্গে সরাসরি কথা বললেন অনুষ্কা।

সম্পর্কে ভাঙনের আগে একাধিকবার বিরুষ্কাকে ক্যামেরার সামনেও ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছিল। কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার পর ফের তাঁরা যখন এক হলেন, অনুষ্কা এবং কোহলি দুজনেই নীরবতা পালন করেছেন নিজেদের সম্পর্ক প্রসঙ্গে। এক প্রচ্ছদের কভারপেজে এবার কভারগার্ল হয়েছেন অনুষ্কা। সেখানেই এক সাক্ষাত্কারে তিনি বলেন, আমি ইচ্ছাকৃতভাবেই এবিষয় কথা বলিনি।

বিরাটের সঙ্গে সম্পর্ক থাকলে, অনুষ্কার দাবি খবরের শিরোনামে তাঁর কাজের চেয়ে বেশি তাঁর ব্যক্তিগত সম্পর্কই প্রাধান্য পায়।

অনুষ্কার দাবি, বিদেশে তারকাদের ব্যক্তিগত সম্পর্ককে এতটা প্রাধান্য দেওয়া হয় না। সেখানে কোনও সংবাদমাধ্যমেরই তারকাদের ব্যক্তি জীবন নিয়ে প্রশ্ন করার অনুমতি নেই। অথচ এখানে তারকাদের কাজের চেয়ে বেশি তাঁদের ব্যক্তি জীবন নিয়ে চর্চা হয়।

সূত্রের খবর, দিনকয়েক আগে অনুষ্কা সম্প্রতি বিরাটের সঙ্গে দেখা করতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সেন্ট লুসিয়ায় গিয়েছিলেন। সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ম্যাচে টিম ইন্ডিয়ার সদস্যদের চিয়ার আপও করেন অনুষ্কা। কিন্তু সেই সফর প্রসঙ্গে একেবারেই চুপ ছিলেন প্রেমিক জুটি। আপাতত অনুষ্কা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং ‘ফিলাউরি’ মুক্তির অপেক্ষায় রয়েছে। সেকাজেি ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।