মুম্বই: এমনিতে ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন না অনুষ্কা শর্মা। বিশেষ করে তাঁর সঙ্গে ক্রিকেটার বিরাট কোহলির ‘প্রণয়ের’ সম্পর্ক নিয়ে তো একেবারেই স্পিকটি নট। কিন্তু, ভক্তর আবদারের কাছে অবশেষে ‘নতিস্বীকার’ করতেই হল বলিউড অভিনেত্রীকে।
খবরে প্রকাশ, মঙ্গলবার রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডল-এ নিজের আসন্ন ছবি ‘ফিলোরি’র প্রচারে এসেছিলেন অনুষ্কা। সেখানে প্রতিযোগীদের সঙ্গে দারুন মজা করেন তিনি। একসঙ্গে নাচেনও।
কিন্তু, সেখানে সেরা চমক দেয় এক প্রতিযোগী। জানা গিয়েছে, ‘দিল ধড়কনে দো’ ছবিতে অনুষ্কা ও প্রিয়ঙ্কা চোপড়ার আইটেম গান ‘গার্লস লাইক টু সুইং’-এর তালে নাচার পর মালবিকা সুন্দর নামে এক প্রতিযোগী অনুষ্কার সামনে জানান, তিনি বিরাট কোহলিকে কতটা ভালবাসেন।
নাচের পর বিচারকদের মন্তব্য শেষ হলে, মালবিকা বলে ওঠেন, আমি জানি না আর কোনও সুযোগ পাব কি না.... তবে এটা বলতে চাই যে আমি অনুষ্কা শর্মার বড় ভক্ত, কিন্তু, তার চেয়েও বড় ভক্ত ক্রিকেটের। আমি বিরাট কোহলিকে ভালবাসি।
মালবিকার এই কথা শোনার পর ২৮ বছরের অনুষ্কার প্রতিশ্রুতি, তিনি বিরাটের কাছে সেই ভালবাসার বার্তা পৌঁছে দেবেন।