নয়াদিল্লি: ৩৩ বছর পূর্ণ করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। জন্মদিনে স্বামীকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। দু'জনের একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সঙ্গে লিখেছেন আবেগঘন ক্যাপশন।
ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'এই ছবি এবং তোমার জীবন যাপনের ধরনে কোনও ফিল্টারের প্রয়োজন নেই। তুমি অন্তর থেকে সৎ এবং ইস্পাতের মতো সাহস। এমন সাহস যা সন্দেহকে এক নিমেষে ফিকে করে দেয়। তোমার মতো অন্ধকার থেকে নিজেকে টেনে বের করতে পারে এমন আর কাউকে আমি চিনি না। তুমি নির্ভয়, নিজের মধ্যে কোনও কিছু সারাজীবন চেপে রাখো না, তাই তুমি বেশি উন্নতি করতে পারো। আমি জানি আমরা সোশ্যাল মিডিয়ায় একে অন্যের সঙ্গে কথা বলার লোক নই, কিন্তু কখনও কখনও আমার ইচ্ছে করে চিৎকার করে গোটা পৃথিবীকে বলি যে তুমি কতটা দুর্দান্ত একজন মানুষ এবং যাঁরা তোমাকে কাছ থেকে চেনে তাঁরা কতটা সৌভাগ্যবান। সবকিছু উজ্জ্বলতর ও সুন্দর করে তোলার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, শুভ জন্মদিন কিউটনেস!'
নিজের ওয়ান ডে কেরিয়ারের সর্বাধিক রানের ইনিংসটি বিরাট খেলেছিলেন ২০১২ সালে। এশিয়া কাপের মঞ্চ, তার ওপর আবার প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। ম্যাচের শুরুতে ওপেনারদের হারিয়ে চাপে পড়েছিল ভারত। কিন্তু সেখান থেকে ভারতের ৫০ ওভারে স্কোর গিয়ে দাঁড়ায় ৩২৯/৬। যার একমাত্র কারণ বিরাটের ১৮৩ রানের ম্যারাথন ইনিংস। নিজের ইনিংসে ২২টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকিয়েছিলেন বিরাট। সেই ম্যাচে বিরাটকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন অর্ধশতরানকারী সচিন তেন্ডুলকর ও রোহিত শর্মা।
আরও পড়ুন: Virat Kohli Best Knocks: জন্মদিনে ফিরে দেখা কিং কোহলির কেরিয়ারের সেরা ৫টি ইনিংস
এছাড়াও কুড়ির ক্রিকেটে বিরাটের অন্যতম সেরা ইনিংসটি এসেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে। মোহালিতে সেই ম্যাচে অজিদের বিরুদ্ধে ১৬১ রান তাড়া করতে নেমে ৪৯ রান বোর্ডে তুলতেই ৩ উইকেট খুঁইয়ে বসেছিল ভারত। সেখান থেকেই দলের হাল ধরেন বিরাট। প্রথমে যুবরাজকে নিয়ে ও পরে ধোনিকে সঙ্গে নিয়ে দলকে জয় এনে দেন দলকে। কোহলিকে 'চেস মাস্টার' বলা হয়ে থাকে। সেই ম্যাচে দেশকে জিতিয়ে তা আরও একবার প্রমাণ করলেন বিরাট। সেই টুর্নামেন্টে সিরিজ সেরাও হয়েছিলেন বিরাট।