মুম্বই: বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে তাঁর প্রেম, বিয়ে রূপকথার মতো। কিন্তু কোহলির আগেও একজনের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)?


অনুষ্কার বড় পর্দায় অভিষেক শাহরুখ খানের বিপরীতে। ছবির নাম ছিল রব নে বনা দি জোড়ি। সেই সিনেমায় অনুষ্কার অভিনয় প্রশংসিত হয়েছিল। শাহরুখের মতো সুপারস্টারের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন। এরপর রণবীর সিংহের সঙ্গে ব্যান্ড বাজা বারাত সিনেমাটি করেছিলেন অনুষ্কা। সেই ছবিতে দুজনের রসায়ন অনেকের ভাল লেগেছিল।


পরে সিমি গারওয়াল সঞ্চালিত একটি অনুষ্ঠানে এসে অনুষ্কা জানান, রণবীরের প্রতি আকৃষ্ট হয়েছিলেন তিনি। সিমি অনুষ্কাকে প্রশ্ন করেছিলেন, কেন তিনি সহ অভিনেতা রণবীরের সঙ্গে প্রেম করছেন না। তার উত্তরেই অনুষ্কা রাখঢাক না করে জানিয়ে দেন, রণবীরের প্রতি আকৃষ্ট হয়েছিলেন তিনি।


যদিও রণবীর-অনুষ্কার সম্পর্ক প্রেম পর্যন্ত গড়ায়নি। অনুষ্কা জানান যে, তাঁরা দুজন ভিন্ন রকম দুই মানুষ। পর্দায় তাঁদের রসায়ন যতই দর্শকদের প্রশংসা আদায় করে নিক না কেন, বাস্তবের কেমিস্ট্রি ততটা জমেনি।


অনুষ্কার সঙ্গে রণবীরের সম্পর্ক এমনই খুনসুটির ছিল যে, একে অপরকে খুনও করতে পারতেন, জানিয়েছেন অভিনেত্রী। দুজনের ঝগড়াও হয়েছে বিস্তর। অনুষ্কা মজা করে জানিয়েছেন, এমনকী, রণবীরের মুণ্ডু কেটে তিনি বাড়ি নিয়ে যেতে পারতেন। বা হয়তো তাঁর মাথা কেটে নিয়ে গেলেন রণবীর, এমনও হতে পারত। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক হলেও দুজনে দুই মেরুতে থাকতেন, দাবি অনুষ্কার। তিনি জানিয়েছেন, রণবীর ভীষণ বাস্তববাদী মানুষ। যেখানে তিনি নিজে ঘোর কল্পনার জগতে থাকেন। তবে রণবীরকে যে পছন্দ করতেন, জানিয়েছেন অনুষ্কা। রণবীর তাঁর চোখে ভীষণ আকর্ষণীয় এক পুরুষ। তবে সেটা শুধু আকর্ষণেই আটকে ছিল, সম্পর্ক তার চেয়ে বেশি দূর গড়ায়নি বলেও জানিয়েছেন অনুষ্কা।


তবে কোনও অভিনেতার সঙ্গে প্রেম তাঁর কাছে বেশ সমস্যার ছিল বলেও জানিয়েছেন অভিনেত্রী। পরে ক্রিকেটার কোহলির সঙ্গে অনুষ্কার প্রেম হয়। বিয়ে সারেন দুজনে। বিরুষ্কা জুটির দুই সন্তান। মেয়ে ভামিকা ও ছেলে অকায়। অন্যদিকে, অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন রণবীর।


আরও পড়ুন: Janhvi Kapoor: বলিউডে অভিনেতাদের মেল ইগো রয়েছে? মুখ খুললেন জাহ্নবী


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।