নয়াদিল্লি: আন্তর্জাতিক ফুটবল (International Football) থেকে অবসর নিয়েছেন সুনীল ছেত্রী (Sunil Chetri)। ভারতের জার্সিতে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্য়াচ কাতারের বিরুদ্ধে শেষবার খেলতে নেমেছিলেন সুনীল। কিন্তু এবার কে তাঁর জায়গায় দলের দায়ভার সামলাবেন? একাদশে সুনীলের অভাব পূরণ করতে পারবেন কোনও ফুটবলার? কোচ মানোলো মার্কুয়েজ মনে করেন এই মুহূর্তে জাতীয় দলের অনেক তরুণই রয়েছেন, যাঁরা দায়িত্ব নিয়ে সুনীলের অভাব পূরণ করতে পারবেন। 


এফসি গোয়ার কোচ হিসেবে দায়িত্ব সামলানো মার্কুয়েজকে গত ২০ জুলাই ভারতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছিল। এক সাক্ষাৎকারে তিনি বলছেন, ''এমন একজন প্লেয়ারকে খুঁজে বের করা যে দেশের জার্সিতে ৯০টির বেশি গোল করতে পারবে, সত্যিই তা কঠিন। এমন না যে কোনও নির্দিষ্ট প্লেয়ার খুঁজছি আমরা সুনীলের বিকল্প হিসেবে। তার থেকে বরং একটা এমন দল আমরা চাইছি যে দলের প্রত্যেকে গোল করতে পারবে, দলকে জেতাতে পারবে। যদি তেমনটা হয়, তবে দলের জন্যই ভাল। ভারতীয় ফুটবল দলে এমন অনেক তরুণ আছে এখন, যারা এই দায়িত্ব নিঁখুতভাবে সামলাতে পারবে।'' সুনীল ছেত্রী দেশের অধিনায়ক হিসেবেও সাফল্য পেয়েছেন। আইএসএলেও বেঙ্গালুরু এফসির অধিনায়ক এই মুহূর্তে তিনই। 


দেশের জার্সিতে ৯৪টি গোল করেছেন সুনীল ছেত্রী। দেশের জার্সিতে ২০০৭, ২০০৯ ও ২০১২ সালে নেহরু কাপে খেলেছিলেন। ২০১১, ২০১৫, ২০২১, ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন। ক্লাব ফুটবলে ২০০২ সালে মোহনবাগানের জার্সিতে খেলা শুরু করেছিলেন সুনীল। মার্কুয়েজ আরও বলেন, ''আমরা ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে এগিয়ে যাওয়ার কথা ভাবি। দেশের ফুটবলের উন্নতিতে তৃণমূল স্তর থেকে আরও তরুণ ফুটবলার তুলে নিয়ে আসতে হবে। এমনকী আইএসএলের মঞ্চ থেকেও ভাল ফুটবলার তুলে নিয়ে আসতে হবে।''


 ২০০৫ সালে প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু হয়েছিল সুনীল ছেত্রীর। ১৯ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে খেলেছেন। যুবভারতীয় ক্রীড়াঙ্গনে নিজের আন্তর্জাতিক ফুটবলের ১৫১ তম ম্য়াচ খেলতে নেমেছিলেন সুনীল। আন্তর্জাতিক ফুটবলে মোট ৯৪টি গোল করেছেন সুনীল। ৩৯ বছর বয়সী সুনীল বিশ্বের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় বর্তমান ফুটবলারদের মধ্যে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরেই রয়েছেন, যা আর কোনও ভারতীয় ফুটবলারেরই নেই।


আরও পড়ুন: রয়েছে গুচ্ছ গুচ্ছ রান, তাও আইপিএলে