নয়াদিল্লি: কাল, ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। তার প্রায় মাসখানেক আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওভালে শেষবার ভারত খেলেছিল। মাঝে দীর্ঘ অন্তরালে ভারতীয় ক্রিকেটাররা ছুটি কাটাতে ব্যস্ত ছিলেন। বিরাট কোহলি (Virat Kohli) স্ত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) সঙ্গে লন্ডনেই ছুটি কাটাতে ব্যস্ত ছিলেন। সেই দিনগুলির স্মৃতিচারণা করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী।


অনুষ্কার পোস্ট করা ভিডিওতে তাঁকে কোহলি ও তাঁর মেয়ের সঙ্গে খোশমেজাজে লন্ডন শহরে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। ভিডিওর শুরুতেই অনুষ্কা শর্মাকে কফি কাপে চুমুক দিতে দেখা যাচ্ছে। এরপরেই তিনি লন্ডনের বিখ্যাত মেট্রো করে ভ্রমণে বেরোন। অনুষ্কার পরনে ছিল সাদা টি-শার্ট, ডেনিম রঙের জ্যাকেট ও প্যান্ট ছিল। চোখে ছিল রোদচশমা। তাঁর সঙ্গী কোহলিকে কালো রঙের জ্যাকেট ও ধূসর রঙের প্যান্টে দেখা যায়। দুইজনেই ক্যামেরার দিকে পিছনে ফিরে খুশি মনে লন্ডনের রাস্তায় ঘুরে বেড়ান।


 






বিরুষ্কার সঙ্গে তাঁদের একরত্তি কন্যাও ছিলেন। কোহলিকে লন্ডনের রাস্তায় অনুষ্কার ছবি তুলতেও দেখা যায়। কোহলি ও অনুষ্কার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। অনুরাগীরা তারকা যুগলের খুনসুটি ভরা এই ভিডিও বেশ পছন্দই করেছেন।  


প্রসঙ্গত, কাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডমিনিকায় প্রথম টেস্টে মাঠে নামার আগে ভারতীয় দল কিন্তু জোরকদমে অনুশীলন করতে ব্যস্ত। কোচ রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে কড়া অনুশীলন সারে টিম ইন্ডিয়া। সেই ট্রেনিং সেশনেই অভিনব ফিল্ডিং অনুশীলন সারলেন ভারতীয় তারকারা। ম্যাচে ভাল পারফরম্যান্স করতে মুখিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। সেই লক্ষ্যেই এক অভিনব উপায়ে ফিল্ডিং অনুশীলন করলেন বিরাট কোহলি, শুভমন গিল, অজিঙ্ক রাহানেরা। বল নয়, বরং এক বিশেষ ধরনের বস্তুকে এক হাতে ক্যাচ করতে দেখা যায় ভারতীয় দলের ক্রিকেটারদের। নিজেদের রিফ্লেক্স আরও উন্নত করার জন্যই এই বিশেষ ধরনের অনুশীলন বলে মনে করা হচ্ছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: হেয়ার থিনিং কী? কেন এই সমস্যা দেখা দেয়?