মুম্বইয়ে যানজটে ফেঁসে গেলেন, ভিডিও পোস্ট অনুষ্কা শর্মার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Jul 2019 09:15 PM (IST)
বল বৃষ্টির কারণে মুম্বইয়ে লোকজন চরম অসুবিধার সম্মুখীন হয়েছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরাও এই অসুবিধা থেকে রেহাই পাচ্ছেন না। ভারী বৃষ্টির জন্য রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে।এর ফলে শহরে যানবাহন চলছে খুবই শ্লথ গতিতে।
মুম্বই: প্রবল বৃষ্টির কারণে মুম্বইয়ে লোকজন চরম অসুবিধার সম্মুখীন হয়েছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরাও এই অসুবিধা থেকে রেহাই পাচ্ছেন না। ভারী বৃষ্টির জন্য রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে।এর ফলে শহরে যানবাহন চলছে খুবই শ্লথ গতিতে। সাধারণ মানুষের মতো সেলিব্রিটিরাও কর্মস্থলে যেতে বা আসতে গিয়ে সমস্যায় পড়েছেন। অভিনেত্রী অনুষ্কা শর্মাও আজ সকালে যানজটে আটকে থাকা অবস্থায় একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে মুখভঙ্গিতে মজার ছলে নিজের অবস্থার কথা তুলে ধরেছেন। অনুষ্কা সকালে কাজের জন্য বেরিয়েছিলেন এবং রাস্তায় যানজটে আটকে পড়েন। নিজের গাড়িতে বসেই ওই ভিডিওটি তোলেন তিনি। নিজের ছবি ছাড়াও রাস্তায় সারবদ্ধ যানবাহনের একটি ছবিও শেয়ার করেছেন। তিনি লিখেছেন, জীবনে সবকিছুকে সহজভাবে নেওয়ার কথা বলা হয়, তার মধ্যে কি যানজটও পড়ে? বিশ্বকাপের সময় কিছুদিন স্বামী বিরাট কোহলির সঙ্গে ইংল্যান্ডে ছিলেন অনুষ্কা। সেখান থেকে ফেরার পর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। সম্প্রতি নিজের লুকে কিছুটা পরিবর্তন করেন অনুষ্কা। নতুন হেয়ারস্টাইলে তাঁকে বেশ মানিয়েছে।