হায়দরাবাদ: অতীতে ভারত বারবার সন্ত্রাসবাদী হামলার শিকার হয়েছে। তবে এখন সন্ত্রাসবাদী ও পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য নিরাপত্তারক্ষীদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। সিআরপিএফ-এর ৮১-তম রেইজিং ডে-তে এমনই জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষণ রেড্ডি। সিআরপিএফ জওয়ানরা যাতে জঙ্গি হামলায় হতা-হত না হন, অফিসারদের সে বিষয়ে নজর রাখারও পরামর্শ দেন তিনি।

সন্ত্রাসবাদীদের মোকাবিলায় মোদি সরকারের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা বালাকোটে জঙ্গি হামলা, পুলওয়ামায় জঙ্গি হামলার কথা জানেন। অতীতে এইসব ক্ষেত্রে কী হত? পাকিস্তান আমাদের মারত আর আমরা মার খেতাম। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সন্ত্রাসবাদী হামলা থেকে দেশকে রক্ষা করার জন্য নিরাপত্তাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। অতীতে নিরাপত্তারক্ষীদের এই স্বাধীনতা দেওয়া হয়নি। তখন আমাদের সেনা জওয়ান বা সাধারণ নাগরিকদের হত্যা করা হলে মোমবাতি মিছিল হত, মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হত এবং নীরবতা পালন করা হত।  এখন পরিস্থিতি বদলে গিয়েছে। আমাদের একজন জওয়ানের প্রাণ গেলে শত্রুপক্ষের ১০ জন জওয়ানকে মারি আমরা।’



স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেছেন, ‘সিআরপিএফ জওয়ানদের সব ধরনের আধুনিক সরঞ্জাম দেওয়া হচ্ছে। আমাদের সরকার আধা-সেনা, পুলিশ ও তাঁদের পরিবারের স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছে। তার জন্য আমরা বিশেষ পরিকল্পনা করছি। কেন্দ্রীয় সরকার সব ধরনের হিংসা বন্ধ করে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলির উন্নয়নের বিষয়ে বদ্ধপরিকর।’