কলকাতা: গত বছরের শেষে ইডেনে ঐতিহাসিক পিঙ্ক টেস্টে সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। সেখানেই এবার শ্যুটিং করবেন ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি, অনুষ্কা শর্মা।  শনিবার ও রবুিবার  ইডেনে শ্যুটিং করবেন তিনি। দুপুর থেকে গভীর রাত পর্যন্ত চলবে শ্যুটিং।
সূত্রের খবর, মহিলা ক্রিকেট আইকন ঝুলন গোস্বামীর বায়োপিকের শ্যুটিংই করতে আসছেন অনুষ্কা। শুটিং হবে মাঠে, ক্লাবহাউসে। দিন-রাত চলবে শুটিং। শোনা যাচ্ছে, শ্যুটিংয়ে বোলিং করতেও দেখা যেতে পারে তাঁকে।  মাঠে হাজির হতে পারেন ঝুলন গোস্বামী স্বয়ং। ভারতীয় মহিলা দলের ফ্রন্টলাইন বোলারের ভূমিকায় বিরাট-পত্নীর পারফরম্যান্স কেমন হয়, এখন সেদিকেই নজর সবার।
২০১৭ সালে প্রথম ঝুলনের বায়োপিক নিয়ে কথাবার্তা শুরু হয়। পরিচালনার দায়িত্বে সুশান্ত ঘোষ। সিনেমার নাম ঠিক হয় "চাকদহ এক্সপ্রেস"। বিভিন্ন তারকাদের সঙ্গে পরিচালকের কথাও হয়। শোনা যায়, তার মধ্যে আছেন বাণী কপূর, প্রিয়ঙ্কা চোপড়াও! তবে শেষমেষ চূড়ান্ত হয় অনুষ্কার নামই।
এখন দেখার, ঝুলনের ভূমিকায় অনুষ্কা কেমন পারফর্ম করেন। বিরাটের থেকে কি বোলিং টিপস্ নিয়েছেন অনুষ্কা? সে-বিষয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি।