সূচনায় বলা হয়েছে, সংশোধিত নাগরিকত্ব আইন, ২০১৯ (২০১৯-এর ৪৭) ধারা ১-এর উপ ধারা (২) দ্বারা দেওয়া ক্ষমতা ব্যবহার করে ১০ জানুয়ারি, ২০২০-তে কেন্দ্রীয় সরকার এই আইন কার্যকর করার সিদ্ধান্ত নিল।
এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে ধর্মীয় উৎপীড়নের শিকার হওয়া অমুসলিম সংখ্যালঘু শরণার্থীরা ভারতের নাগরিকত্ব পাবেন। এঁরা হলেন হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টান শরণার্থী। ৩১ ডিসেম্বর, ২০১৪ পর্যন্ত যাঁরা ভারতে এসেছেন তাঁরা ৫ বছর এ দেশে থাকলেই নাগরিকত্বের আবেদন করতে পারবেন। তবে অসম ও ত্রিপুরার আদিবাসীবহুল এলাকাগুলি এই আইনের বাইরে থাকবে। একইভাবে যে রাজ্যগুলিতে ইনার লাইন পারমিট লাগে অর্থাৎ অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম ও মেঘালয়ে নাগরিকত্ব আইন কার্যকর হবে না। বাদ থাকবে মণিপুরও।