নয়াদিল্লি: অনুষ্কা শর্মার আগামী সিনেমা সুই ধাগা নিয়ে টিনসেল টাউনে জোর আলোচনা চলছে। আর সিনেমায় অনুষ্কার লুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় রঙ্গরসিকতার ঝড় উঠেছে। সম্প্রতি অনুষ্কা নিজেই জানিয়েছেন, ওই গ্ল্যামারহীন লুক ফুটিয়ে তুলতে তাঁর কতটা সময় লেগেছে।
সাধারণত, পর্দায় নিজেদের আকর্ষণীয় করে তুলতে বলিউড অভিনেত্রীদের পরিশ্রমের কথা প্রায়ই শোনা যায়। কিন্তু জানেন কি, গ্ল্যামারের ঝলক চেহারা থেকে গায়েব করতেও তারকাদের প্রচুর পরিশ্রম করতে হয়।
অনুষ্কা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। সুই ধাগা সিনেমায় তাঁর অভিনীত ‘মমতা’ চরিত্রে কীভাবে সেজে উঠতেন তা ওই ভিডিওতে জানিয়েছেন অনুষ্কা। জানিয়েছেন, ওই চরিত্রে সেজে উঠতে তাঁর মাত্র ২০ মিনিট লাগত। এই চরিত্রের জন্য তাঁকে খুব বেশি মেকাপ করতে হত না। আর গয়না বলতে কয়েকটা চুড়ি আর গলায় একটা কালো রঙের ধাগা।
সেইসঙ্গে অনুষ্কা জানিয়েছেন, সিনেমার সেটে বেশ মজা করতেন তিনি। কারণ, নিজের লুক নিয়ে খুব বেশি সচেতন থাকার প্রয়োজন হত না তাঁর।



সিনেমার একটা ছবিতে অনুষ্কাকে মুখে হাত দিয়ে শাড়ি পরে বসে থাকতে দেখা গিয়েছে। ওই ছবি ফটোশপ করে সোশ্যাল মিডিয়ায় প্রচুর রঙ্গরসিকতা হয়েছে। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন সিনেমার অভিনেতা বরুণ ধবন ও অনুষ্কা। সোশ্যাল মিডিয়ায় একটা মেমে শেয়ার করে বরুণ লেখেন মেমের রানি। সেই মন্তব্য উদ্ধৃত করে অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় লেখেন-দুরন্ত।