প্রত্যেক সেশনেই পাঁচ-ছয়টা করে উইকেট নেওয়া যায় না, বললেন বুমরাহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Aug 2018 02:26 PM (IST)
NEXT
PREV
সাউদাম্পটন: টপ অর্ডারে ধসের পরেও অলরাউন্ডার স্যাম কুরানের ব্যাট হাতে লড়াই ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিন ইংল্যান্ডের রান প্রথম ইনিংসে ২৪৬ রানে পৌঁছে দিয়েছে। কিন্তু এরফলে ভারত প্রতিপক্ষকে কোণঠাসা করার সুযোগ হাতছাড়া করেছে এমনটা মনে করেন না জসপ্রিত বুমরাহ। একটা সময় ৮৬ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল ইংল্যান্ড। সেখান থেকে ২০ বছরের তরুণ ব্যাটসম্যান কুরান ৭৮ রানের ইনিংস খেলেন। শুধু তাই নয়, মইন আলি ও স্টুয়ার্ট ব্রডকে সঙ্গে নিয়ে লোয়ার অর্ডারে পার্টনারশিপ গড়ে তোলেন তিনি।
ইংল্যান্ড এভাবে কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোয় ভারতের ম্যাচের নিয়ন্ত্রণ তুলে নেওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে বলে মনে করছেন না বুমরাহ। তিনি বলেছেন, প্রতি সেশনেই পাঁচ-ছয়টা করে উইকেট নেওয়া যায় না।
তিনি বলেছেন, এমনটা বলা সঠিক নয় যে, ওদের ৮০ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল। তাই ওদের ১০০ রানে অলআউট করা দরকার ছিল। ওদেরকে ২৪৬ রানে আউট করতে পেরে আমরা খুশি।
উল্লেখ্য, শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে ইংরেজ শিবিরকে মোক্ষম ধাক্কাটা দিয়েছিলেন বুমরাহ। দিনের শেষে তিনি বলেছেন, আসলে ওরা ভালো খেলেছে। কুমাপ ও মইন আলির মধ্যে ভালো পার্টনারশিপ হয়েছে। কুরান যখন ব্যাট করতে আসে তখন ও অপেক্ষা করে খেলার কৌশল নেয়। বল পুরানো হয়ে যাওয়ায় সেভাবে সুইং করছিল না, সিম মুভমেন্টও সেরকম ছিল না।এরপরই কুরান কিছু শট খেলে এবং রান করে। চা-পানের বিরতির পর আমরা চাপ তৈরি করি এবং উইকেট পাওয়ার চেষ্টা চালাই। তার ফলও মিলিছে।
বুমরা সাফ জানিয়েছেন, যেভাবে খেলা এগিয়েছে তাতে দল খুশি। দ্বিতীয় দিন সকালে ম্যাচের রাশ আরও বেশি করে নেওয়ার চেষ্টা করবে ভারত। ভালো ব্যাটিং করতে পারলে ভারত ম্যাচে এগিয়ে যেতে পারবে।
রোজ বোলের পিচে বল যেভাবে মুভ করেছে তাতে অবাক ভারতীয় দল। বুমরাহ বলেছেন, সকালে খেলা শুরুর সময় প্রচুর সিম ও সুইং হয়েছে। আমরাও প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম। কিন্তু পরে দেখা গেল, যতটা আশা করেছিলাম, সিম ও সুইং তার থেকেও বেশি হয়েছে।
সাউদাম্পটন: টপ অর্ডারে ধসের পরেও অলরাউন্ডার স্যাম কুরানের ব্যাট হাতে লড়াই ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিন ইংল্যান্ডের রান প্রথম ইনিংসে ২৪৬ রানে পৌঁছে দিয়েছে। কিন্তু এরফলে ভারত প্রতিপক্ষকে কোণঠাসা করার সুযোগ হাতছাড়া করেছে এমনটা মনে করেন না জসপ্রিত বুমরাহ। একটা সময় ৮৬ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল ইংল্যান্ড। সেখান থেকে ২০ বছরের তরুণ ব্যাটসম্যান কুরান ৭৮ রানের ইনিংস খেলেন। শুধু তাই নয়, মইন আলি ও স্টুয়ার্ট ব্রডকে সঙ্গে নিয়ে লোয়ার অর্ডারে পার্টনারশিপ গড়ে তোলেন তিনি।
ইংল্যান্ড এভাবে কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোয় ভারতের ম্যাচের নিয়ন্ত্রণ তুলে নেওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে বলে মনে করছেন না বুমরাহ। তিনি বলেছেন, প্রতি সেশনেই পাঁচ-ছয়টা করে উইকেট নেওয়া যায় না।
তিনি বলেছেন, এমনটা বলা সঠিক নয় যে, ওদের ৮০ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল। তাই ওদের ১০০ রানে অলআউট করা দরকার ছিল। ওদেরকে ২৪৬ রানে আউট করতে পেরে আমরা খুশি।
উল্লেখ্য, শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে ইংরেজ শিবিরকে মোক্ষম ধাক্কাটা দিয়েছিলেন বুমরাহ। দিনের শেষে তিনি বলেছেন, আসলে ওরা ভালো খেলেছে। কুমাপ ও মইন আলির মধ্যে ভালো পার্টনারশিপ হয়েছে। কুরান যখন ব্যাট করতে আসে তখন ও অপেক্ষা করে খেলার কৌশল নেয়। বল পুরানো হয়ে যাওয়ায় সেভাবে সুইং করছিল না, সিম মুভমেন্টও সেরকম ছিল না।এরপরই কুরান কিছু শট খেলে এবং রান করে। চা-পানের বিরতির পর আমরা চাপ তৈরি করি এবং উইকেট পাওয়ার চেষ্টা চালাই। তার ফলও মিলিছে।
বুমরা সাফ জানিয়েছেন, যেভাবে খেলা এগিয়েছে তাতে দল খুশি। দ্বিতীয় দিন সকালে ম্যাচের রাশ আরও বেশি করে নেওয়ার চেষ্টা করবে ভারত। ভালো ব্যাটিং করতে পারলে ভারত ম্যাচে এগিয়ে যেতে পারবে।
রোজ বোলের পিচে বল যেভাবে মুভ করেছে তাতে অবাক ভারতীয় দল। বুমরাহ বলেছেন, সকালে খেলা শুরুর সময় প্রচুর সিম ও সুইং হয়েছে। আমরাও প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম। কিন্তু পরে দেখা গেল, যতটা আশা করেছিলাম, সিম ও সুইং তার থেকেও বেশি হয়েছে।
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -