মুম্বই: এই ছবির হাত ধরেই পর্দায় অভিষেক হয়েছিল অনুষ্কা শর্মার। আর প্রথম ছবিতেই ছক্কা হাঁকিয়েছিলেন অভিনেত্রী। তবে এবার এই বিটাউন অভিনেত্রী প্রকাশ্য়ে আনলেন নয়া তথ্য়। সম্প্রতি তিনি জানিয়েছেন, পরিচালক আদিত্য় চোপড়া চাননি অনুষ্কা বাড়িতে এই ছবিতে কাজ করার কথা জানাক।
প্রসঙ্গত,'রব নে বানা দি জোড়ি' ছবিটি রচনা ও পরিচালনা করেছিলেন আদিত্য চোপড়া। যিনি 8 বছরের বিরতির পর পরিচালনায় ফিরে আসেন। তাঁর পূর্ববর্তী ছবি 'মহব্বতে'তেও শাহরুখ খানও অভিনয় করেছিলেন। সম্প্রতি নেটফ্লিক্সে প্রকাশিত ডকু-সিরিজ 'দ্য রোমান্টিকস'-এ, অভিনেত্রী আনুষ্কা শর্মা প্রকাশ করেছিলেন যে আদিত্য চোপড়া কীভাবে ছবিতে অনুষ্কার অভিষেকের কথা গোপন রাখতে চেয়েছিলেন। এমনকি তিনি অনুষ্কার বলেছিলেন 'রব নে বানা দি জোড়ি' সম্পর্কে তার বাবা-মাকেও না বলতে।। এই সিরিজে অভিনেত্রী বলেন, "সবকিছুই গোপন ছিল। কেউ জানত না এবং আদিও চায়নি কেউ জানুক যে আমি মুখ্য অভিনেতা। আদি আমাকে আক্ষরিক অর্থেই বলেছিল, 'আপনি কাউকে বলতে পারবেন না। আপনার বাবা-মাকেও না ।
নেটফ্লিক্সের এই ডক্য়ু সিরিজে আমির খান থেকে সলমান খান, শাহরুখ খান থেকে রণবীর কাপুর, অমিতাভ বচ্চন থেকে রণবীর সিং, রানি মুখোপাধ্য়ায় থেকে হৃতিক রোশন, ক্যাটরিনা কাইফ থেকে অনুষ্কা শর্মা, হিন্দি সিনেমার মেগা-স্টার এবং আইকনরা একসাথে এসেছেন এবং কথা বলেছেন। 'দ্য রোমান্টিকস'-এ ভারতীয় সিনেমায় যশ চোপড়া এবং YRF-এর অবদান সম্পর্কে তাঁরা নিজেদের মতামত দিয়েছেন।
ফ্লাইটের ইকোনমি ক্লাসে দীপিকা ! সোশ্যালে ভিডিও ভাইরাল
'দ্য রোমান্টিকস' পরিচালনা করেছেন অস্কার এবং এমি-মনোনীত চলচ্চিত্র নির্মাতা স্মৃতি মুন্ধরা, যিনি 'ইন্ডিয়ান ম্যাচমেকিং' এবং 'নেভার হ্যাভ আই এভার' ফ্র্যাঞ্চাইজির অসাধারণ সাফল্যের পরে নেটফ্লিক্সে ফিরে আসেন।